শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ দুই চোর আটক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচ কেজি তামার তার নিয়ে মোটরসাইকেলে পালানোর সময় দুই চোরকে আটক করেছেন বিদ্যুৎ কেন্দ্রের আনসার ব্যাটালিয়ন সদস্যরা। বৃহস্পতিবার গভীর রাতে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই নম্বর গেট থেকে প্রীতম মল্লিক (৪০) ও দীপন মল্লিক (১৮) নামে এ দুই চোরকে আটক করা হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বৃহস্পতিবার রাতে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভিতর থেকে একটি চক্র পাচারের চেষ্টা চালাচ্ছে। এমন খবরের ভিত্তিতে কোম্পানি কমান্ডার রাজিব হোসাইনের নেতৃত্বে আভিযানিক দল রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের গেটগুলোতে অবস্থান নেয়। রাত ১টার দিকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই নম্বর গেট দিয়ে দুজন বের হওয়ার সময় তল্লাশি করে তাদের নম্বর প্লেটবিহীন একটি প্লাটিনা মোটরসাইকেলের সিটকভারের ভিতর সুকৌশলে লুকানো পাঁচ কেজি তামার তারসহ দুই চোরকে আটক করা হয়। গতকাল সকালে কর্তৃপক্ষের নির্দেশে উদ্ধারকৃত তামার তারসহ দুই চোরকে রামপাল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এর আগে একাধিক অভিযানে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি যাওয়া প্রায় ৫২ লাখ ৫০ হাজার টাকার রাষ্ট্রীয় সম্পদ আনসার ব্যাটালিয়ন সদস্যরা উদ্ধার করেছে বলে জানান এ কর্মকর্তা।

সর্বশেষ খবর