শিরোনাম
শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চিকিৎসক সংকটে বন্ধ অপারেশন থিয়েটার

পাবনা প্রতিনিধি

চিকিৎসক সংকটে বন্ধ অপারেশন থিয়েটার

পাবনার বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এনেস্থিসিয়া (অজ্ঞান করার) চিকিৎসকের অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার। সব আধুনিক সুবিধা সংযোজনের পরও দীর্ঘদিন অতি গুরুত্বপূর্ণ এ সেবা বন্ধ থাকায় ভোগান্তি পোহাচ্ছেন রোগী ও স্বজনরা। হাসপাতাল সূত্রে জানা যায়, বেড়া উপজেলাবাসী ছাড়াও এখানে চিকিৎসা নিতে আসেন সিরাজগঞ্জের চৌহালী ও মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরাঞ্চলের মানুষ। নদীপথে যোগাযোগ সহজ হওয়ায় ওই দুই উপজেলার চরাঞ্চলের মানুষ আসেন বেড়া স্বাস্থ্য কেন্দ্রে। প্রতিদিন ৫ শতাধিক মানুষের প্রয়োজনীয় চিকিৎসা, ব্যবস্থাপত্র ও ওষুুধ প্রদান করা হয়। রোগীর বাড়তি চাপ সামলাতে হাসপাতালটি ৩০ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। পুরাতন ভবন সংস্কার ছাড়াও নির্মাণ করা হয়েছে নতুন ভবন। চিকিৎসাব্যবস্থায় যোগ করা হয়েছে আধুনিক যন্ত্রপাতি। জানা যায়, হাসপাতালে প্রসূতি মায়ের গর্ভকালীন সেবা ও নিরাপদ সন্তান প্রসব সেবাদানে রয়েছেন একজন প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসক। এ ছাড়া একজন কনসালটেন্ট চিকিৎসক, অর্থোপেডিক্স চিকিৎসক, গ্যাস্ট্রো মেডিসিন সার্জারি চিকিৎসক  ও একজন হারবাল চিকিৎসকসহ ১৩ জন ডাক্তার সেবা প্রদান করছেন। প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসক রওশন আরা রিতা বলেন, তিনি প্রসবকালীন জটিলতা সৃষ্টি হওয়া মাকে সিজারিয়ান অপারেশন করতে পারছেন না শুধু একজন এনেস্থিসিয়া ডাক্তারের অভাবে। বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফাতেমা-তুজ জান্নাত জানান, আধুনিক অপারেশন থিয়েটারসহ সার্জন, গাইনি, অর্থোসার্জন, কনসালটেন্ট চিকিৎসক রয়েছেন এখানে। একজন এনেস্থিসিয়া ডাক্তারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদনসহ কয়েকবার মৌখিকভাবে জানিয়েছেন। এখানে একজন এনেস্থিসিয়া ডাক্তার নিয়োগ হলে দীর্ঘ দিন বন্ধ থাকা অপারেশন থিয়েটার চালু হবে। তখন রোগীর দুর্ভোগ থাকবে না।

সর্বশেষ খবর