পাবনার বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এনেস্থিসিয়া (অজ্ঞান করার) চিকিৎসকের অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার। সব আধুনিক সুবিধা সংযোজনের পরও দীর্ঘদিন অতি গুরুত্বপূর্ণ এ সেবা বন্ধ থাকায় ভোগান্তি পোহাচ্ছেন রোগী ও স্বজনরা। হাসপাতাল সূত্রে জানা যায়, বেড়া উপজেলাবাসী ছাড়াও এখানে চিকিৎসা নিতে আসেন সিরাজগঞ্জের চৌহালী ও মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরাঞ্চলের মানুষ। নদীপথে যোগাযোগ সহজ হওয়ায় ওই দুই উপজেলার চরাঞ্চলের মানুষ আসেন বেড়া স্বাস্থ্য কেন্দ্রে। প্রতিদিন ৫ শতাধিক মানুষের প্রয়োজনীয় চিকিৎসা, ব্যবস্থাপত্র ও ওষুুধ প্রদান করা হয়। রোগীর বাড়তি চাপ সামলাতে হাসপাতালটি ৩০ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। পুরাতন ভবন সংস্কার ছাড়াও নির্মাণ করা হয়েছে নতুন ভবন। চিকিৎসাব্যবস্থায় যোগ করা হয়েছে আধুনিক যন্ত্রপাতি। জানা যায়, হাসপাতালে প্রসূতি মায়ের গর্ভকালীন সেবা ও নিরাপদ সন্তান প্রসব সেবাদানে রয়েছেন একজন প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসক। এ ছাড়া একজন কনসালটেন্ট চিকিৎসক, অর্থোপেডিক্স চিকিৎসক, গ্যাস্ট্রো মেডিসিন সার্জারি চিকিৎসক ও একজন হারবাল চিকিৎসকসহ ১৩ জন ডাক্তার সেবা প্রদান করছেন। প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসক রওশন আরা রিতা বলেন, তিনি প্রসবকালীন জটিলতা সৃষ্টি হওয়া মাকে সিজারিয়ান অপারেশন করতে পারছেন না শুধু একজন এনেস্থিসিয়া ডাক্তারের অভাবে। বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফাতেমা-তুজ জান্নাত জানান, আধুনিক অপারেশন থিয়েটারসহ সার্জন, গাইনি, অর্থোসার্জন, কনসালটেন্ট চিকিৎসক রয়েছেন এখানে। একজন এনেস্থিসিয়া ডাক্তারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদনসহ কয়েকবার মৌখিকভাবে জানিয়েছেন। এখানে একজন এনেস্থিসিয়া ডাক্তার নিয়োগ হলে দীর্ঘ দিন বন্ধ থাকা অপারেশন থিয়েটার চালু হবে। তখন রোগীর দুর্ভোগ থাকবে না।
শিরোনাম
- গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত ৭৪০ জনেরও বেশি ফিলিস্তিনি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৬ জুলাই)
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
চিকিৎসক সংকটে বন্ধ অপারেশন থিয়েটার
পাবনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর