রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পদ্মায় পুণ্যতরা স্নান

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার ওপর দিয়ে প্রবহমান পদ্মা নদীতে পুণ্যতরা পদ্মা স্নান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ভোর থেকে সদর উপজেলার ধাওয়াপাড়া ফেরিঘাট নামক এলাকায় হাজার হাজার পুণ্যার্থী এই স্নানে অংশগ্রহণ করেন। সকাল থেকে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, তরুণ-তরুণী পুণ্য লাভের আশায় ফুল, বেলপাতা, তুলসীপাতা দিয়ে দেবীর আরাধনা করেন।

সনাতন ধর্মাবলম্বীদের মতে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পদ্মার এই স্থানে স্নান করেন। সে কারণে পদ্মার এই স্থানে পুণ্যতরা পদ্মা স্নান অনুষ্ঠিত হয়। স্নান ও স্মরণোৎসব কমিটির আয়োজকরা জানান, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ১৫০৩ সাল নাগদ পূর্ববঙ্গে ভ্রমণের সময় রাজবাড়ী সদর উপজেলার বেলগাছি মহাপ্রভুর মন্দিরে গৌর ভক্ত সন্ন্যাসীদের প্রতিষ্ঠিত ঢোলে/আখড়ায় ছাত্র-ছাত্রীদের ধর্মীয় শিক্ষাদান করতে এসে কিছুকাল অবস্থান করেছিলেন। এবং শীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে পদার্পণ করেছিলেন। স্বয়ং গৌরাঙ্গ মনমহাপ্রভু গৌর সুন্দর পদ্মার অবগাহন ও স্নান করেন। সেখান থেকেই পদ্মা স্নান শুরু হয়েছে। পদ্মা স্নানের সার্বিক পরিস্থিত পর্যবেক্ষণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রাজবাড়ী জেলা শাখার সহসভাপতি মিহির চক্রবর্তী, যুগ্ম সম্পাদক অরুন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক তন্ময় দাস, খানগঞ্জ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অপূর্ণ কান্তি সাহা, সাধারণ সম্পাদক গকুল চন্দ্র সাহা। আয়োজক কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব কান্তি সাহা বলেন, শুক্রবার দুপুরে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে ভোগ আরতি ও মাহপ্রসাদ বিতরণ করা হয়। শনিবার পদ্মা স্নান অনুষ্ঠিত হয়। এখানে হাজার হাজার ভক্তরা আসেন। এবার আমাদের ১০৩তম পুণ্যতরা পদ্মা স্নান অনুষ্ঠিত হয়েছে। পূণ্যতরা পদ্মা স্নান সুষ্ঠুভাবে শেষ হতে রাজবাড়ী সদর থানা পুলিশের সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর