রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যানবাহন

আবদুর রহমান টুলু, বগুড়া

দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যানবাহন

বগুড়া শহর দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যানবাহন। প্রতিটি এলাকায় অবৈধ যানবাহনের কারণে যানজটে পড়ে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন শহরবাসী। যত্রতত্র পার্কিং, ফুটপাত দখলের কারণে অতিষ্ঠ পথচারিরা। জানা যায়, উত্তরাঞ্চলের ১৬ জেলার মধ্যে সবচেয়ে জনবহুল শহর বগুড়া। এখানে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে ৩-৪ লাখ লোকের সমাগম হয়। দিনরাত অবৈধ অটোরিকশাসহ মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যান যাতায়াতের কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়া বিভিন্ন সরকারি ও ব্যক্তিগত যানবাহন রাস্তার পাশে যেখানে-সেখানে পার্কিং করায় বাড়ছে জট। শহরে চার্জারে চালিত অটোরিকশা বেড়ে যাওয়ায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে দীর্ঘ সময় আটকা থাকতে হয় যানজটে। ১০ মিনিটের পথ যেতে সময় লাগে ঘণ্টার বেশি। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান চালালেও প্রতিকার হচ্ছে না। সূত্র জানায়, বগুড়া শহরে প্রায় ২ লাখ অবৈধ অটোরিকশা চলছে। এরা নিয়মনীতি মানছে না। তাদের বৈধ কোনো লাইসেন্সও নেই। শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে দক্ষিণে চার লেনের শেরপুর রোডের দুই লেনই মিনিবাস, সিএনজি, অটো ও ব্যাটারিচালিত রিকশার দখলে থাকে। মাঝেমধ্যে এসব ছোটবড় গাড়ি আড়াআড়ি করে রাখায় সড়ক দিয়ে অন্য গাড়ি যেতে পারে না। এই সড়কের মফিজ পাগলা মোড়, ঠনঠনিয়া, পিটিআই, সরকারি কলেজ, ইয়াকুবিয়া স্কুল মোড় এলাকায় অস্থায়ীভাবে সিএনজি, ব্যাটারিচালিত রিকশা, চার্জারে চালিত বিভিন্ন অটো থামিয়ে যাত্রী ওঠানামা করায় ভোগান্তি বেড়ে যায়। একই সঙ্গে শহরের দত্তবাড়ি, বড়গোলা, থানা মোড়, সাতমাথা, খান্দার, রেলগেট, নামাজগড়, টিনপট্টি মোড়, তিনমাথা রেলগেট, চেলোপাড়া মোড়, জলেশ্বরীতলাসহ সব সড়কেই যানজট লেগে থাকে। এসব পয়েন্টে ট্রাফিক পুলিশ থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়। যানজটের কারণে থমকে যায় স্বাভাবিক জীবন। অপচয় হয় সময় ও অর্থ। অনেকেই সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। বগুড়া শহরের ব্যবসায়ী উজ্জ্বল হোসেন জানান, ব্যস্ততম এই শহরে রয়েছে অসংখ্য অটোরিকশা। সড়ক পরাপার কষ্টসাধ্য হয়ে পড়ে। প্রতিদিন শহরবাসী পড়েন যানজটে। বগুড়া সদর ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুল ইসলাম খান জানান, আমরা শহরের যানজট নিরসনে দিনরাত কাজ করে যাচ্ছি। আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। ট্রাফিক বিভাগে জনবল কম হওয়ায় ব্যস্ততম শহরে মাঝেমধ্যে একটু যানজট লেগে যায়। যানজটের মূল কারণ অবৈধ অটোরিকশা বেড়ে যাওয়া এবং রেলের লেভেল ক্রসিং। যত্রতত্র গাড়ি পার্কিংও আরেকটি কারণ। তাছাড়া সাধারণ মানুষের মধ্যে সচেতনতারও অভাব রয়েছে। যানজট নিরসনে আমরা প্রতিদিন শহরের বিভিন্ন রোডে অভিযান চালাচ্ছি।

এ অভিযান অব্যাহত থাকবে। বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা জানান, যানজটমুক্ত শহর গড়তে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। অবৈধ রিকশার ব্যাপারে আলোচনা চলছে। শিগগিরই একটা সিদ্ধান্ত নেওয়া হবে। অবৈধ পার্কিং ও ফুটপাত দখলমুক্ত করতে পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত।

সর্বশেষ খবর