রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সাহিত্য সম্মেলনে কবি লেখকের মিলনমেলা

দিনাজপুর প্রতিনিধি

‘শুদ্ধস্বরে শব্দশর’ স্লোগানে দিনাজপুরের বীরগঞ্জে শব্দশরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন হয়েছে। গ্রামীণ পর্যায়ের কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এ সম্মেলন আয়োজন করা হয়। গোলাপগঞ্জ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সম্মেলন উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মমতাজ উদ্দিন। এদিন সকাল থেকে দেশ-বিদেশের প্রান্তিক পর্যায়ের ছাড়াকার, কবি-সাহিত্যিক ও গুণীজনের পদচারণে মিলনমেলায় পরিণত হয় সাহিত্য সম্মেলনস্থল। সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ২ হাজার কবি, সাহিত্যিক ও ছাড়াকার অংশ নেন।

শব্দশর সাহিত্য সংকলন তৃতীয় বর্ষ সংখ্যার মোড়ক উন্মোচন, সাহিত্য সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। কবি বাবুল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-২ আসনের এমপি ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন শব্দশরের প্রধান উপদেষ্টা মনোরঞ্জন শীল গোপাল এমপি।

 

সর্বশেষ খবর