সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রংপুরে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল বিকালে রংপুর প্রেস ক্লাবের সামনে বামজোটের সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বাসদের আহ্বায়ক আবদুল কুদ্দুস, সিপিবি নেতা নীরব সরকার, জেলা বাসদের সদস্য সচিব আহসানুল আরেফিন তিতুসহ অন্যরা। এতে বামজোটের সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলু বলেন, চাল-ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ কষ্টে রয়েছেন। এর ওপর বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে সব জিনিসপত্রের দাম আরেক দফা বৃদ্ধি পাবে। সরকার ও তাদের ছত্রচ্ছায়ায় লুটপাট হচ্ছে, সে ঘাটতি মেটাতে হচ্ছে জনগণকে। এ সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই। আমরা বিদ্যুতের মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানানোসহ সরকারকে ক্ষমতাচ্যুত করতে সর্বস্তরের জনগণকে লড়াইয়ে নামার আহ্বান জানাচ্ছি।

সর্বশেষ খবর