চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে টাকা দিলে তবেই মিলছে কাক্সিক্ষত চিকিৎসাসেবা। টাকা না দিলে নানা অজুহাতে সেবাদানে কালক্ষেপণ করা হয় বলে এমন অভিযোগ রয়েছে। নামধারী স্বেচ্ছাসেবকদের কাছে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ রোগীরা। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। অভিযোগ আছে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে এলে শুরুতেই রোগীর স্বজনদের দামদর করতে হয় কথিত স্বেচ্ছাসেবকদের সঙ্গে। দামদর ঠিক হলে তবেই শুরু হয় চিকিৎসা। এ নিয়মে বাদ যায় না অসহায়, প্রতিবন্ধী ও দরিদ্র রোগীরাও। সম্প্রতি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তির শিকার একাধিক রোগী ও স্বজন জানান, কয়েকদিন আগে এক কিশোরী বিষপান করলে পরিবারের সদস্যরা সদর হাসপাতালে নিয়ে আসেন। দুজন স্বেচ্ছাসেবক এসে পাকস্থলি ওয়াশ বাবদ নল কিনতে ১ হাজার ৫০০ টাকা দাবি করেন। ৫০০ টাকা দিতে চাইলে অসম্মতি জানান তারা। পরে কিশোরীর অবস্থা খারাপ দেখে পরিবারের সদস্যরা সেচ্ছাসেবকদের চাহিদা অনুযায়ী টাকা দিতে বাধ্য হন। এরপর পাকস্থলি ওয়াশের কার্যক্রম শুরু হয়। সড়ক দুর্ঘটনায় সোহেল রানা নামে এক ব্যক্তির বাম হাত ভেঙে যায়। সদর হাসপাতারের জরুরি বিভাগে ব্যান্ডেজের জন্য চাওয়া হয় ৮০০ টাকা। অনেক কাকুতি-মিনতির পর ৪০০ টাকার বিনিময়ে কাজ শুরু করেন স্বেচ্ছাসেবকরা। বিএমএ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী বলেন, নামধারী স্বেচ্ছাসেবকদের ছাঁটাই করার জন্য হাসপাতালের সভায় একাধিকবার বলা হয়েছে। হাসপাতালের সুন্দর পরিবেশের জন্য সবার সহযোগিতা প্রয়োজন। জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান বলেন, সমস্যার বিষয়ে হাসপাতালে তত্ত্বাবধায়ককে বলা হয়েছে।
শিরোনাম
- বেতার শিল্পী আফরোজা নিজামীর পাশে দাঁড়ালেন তারেক রহমান
- নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড-কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন
- ‘বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে’
- সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
- বিহারে সবচেয়ে কম বয়সি বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর?
- অ্যাপলের ‘আইফোন পকেট’: মোজার মতো একখানা পণ্যের দাম ২২৯ ডলার!
- বিচারকের ছেলে হত্যার ঘটনায় বক্তব্য প্রকাশ, আরএমপি কমিশনারকে তলব
- একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি সোমবার
- ইউরোপের চার সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
- ইউক্রেনের হামলায় নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রফতানি বন্ধ করল রাশিয়া
- মালিককে ‘গুলি করল কুকুর’!
- বিহারের নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ছিল না, অভিযোগ রাহুল গান্ধীর
- দিল্লি বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
- দুই শতাধিক খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
সদর হাসপাতালের জরুরি বিভাগ
টাকা না দিলে সেবা পেতে বিড়ম্বনা
জামান আখতার, চুয়াডাঙ্গা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর