চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে টাকা দিলে তবেই মিলছে কাক্সিক্ষত চিকিৎসাসেবা। টাকা না দিলে নানা অজুহাতে সেবাদানে কালক্ষেপণ করা হয় বলে এমন অভিযোগ রয়েছে। নামধারী স্বেচ্ছাসেবকদের কাছে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ রোগীরা। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। অভিযোগ আছে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে এলে শুরুতেই রোগীর স্বজনদের দামদর করতে হয় কথিত স্বেচ্ছাসেবকদের সঙ্গে। দামদর ঠিক হলে তবেই শুরু হয় চিকিৎসা। এ নিয়মে বাদ যায় না অসহায়, প্রতিবন্ধী ও দরিদ্র রোগীরাও। সম্প্রতি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তির শিকার একাধিক রোগী ও স্বজন জানান, কয়েকদিন আগে এক কিশোরী বিষপান করলে পরিবারের সদস্যরা সদর হাসপাতালে নিয়ে আসেন। দুজন স্বেচ্ছাসেবক এসে পাকস্থলি ওয়াশ বাবদ নল কিনতে ১ হাজার ৫০০ টাকা দাবি করেন। ৫০০ টাকা দিতে চাইলে অসম্মতি জানান তারা। পরে কিশোরীর অবস্থা খারাপ দেখে পরিবারের সদস্যরা সেচ্ছাসেবকদের চাহিদা অনুযায়ী টাকা দিতে বাধ্য হন। এরপর পাকস্থলি ওয়াশের কার্যক্রম শুরু হয়। সড়ক দুর্ঘটনায় সোহেল রানা নামে এক ব্যক্তির বাম হাত ভেঙে যায়। সদর হাসপাতারের জরুরি বিভাগে ব্যান্ডেজের জন্য চাওয়া হয় ৮০০ টাকা। অনেক কাকুতি-মিনতির পর ৪০০ টাকার বিনিময়ে কাজ শুরু করেন স্বেচ্ছাসেবকরা। বিএমএ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী বলেন, নামধারী স্বেচ্ছাসেবকদের ছাঁটাই করার জন্য হাসপাতালের সভায় একাধিকবার বলা হয়েছে। হাসপাতালের সুন্দর পরিবেশের জন্য সবার সহযোগিতা প্রয়োজন। জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান বলেন, সমস্যার বিষয়ে হাসপাতালে তত্ত্বাবধায়ককে বলা হয়েছে।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
সদর হাসপাতালের জরুরি বিভাগ
টাকা না দিলে সেবা পেতে বিড়ম্বনা
জামান আখতার, চুয়াডাঙ্গা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর