চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে টাকা দিলে তবেই মিলছে কাক্সিক্ষত চিকিৎসাসেবা। টাকা না দিলে নানা অজুহাতে সেবাদানে কালক্ষেপণ করা হয় বলে এমন অভিযোগ রয়েছে। নামধারী স্বেচ্ছাসেবকদের কাছে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ রোগীরা। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। অভিযোগ আছে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে এলে শুরুতেই রোগীর স্বজনদের দামদর করতে হয় কথিত স্বেচ্ছাসেবকদের সঙ্গে। দামদর ঠিক হলে তবেই শুরু হয় চিকিৎসা। এ নিয়মে বাদ যায় না অসহায়, প্রতিবন্ধী ও দরিদ্র রোগীরাও। সম্প্রতি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তির শিকার একাধিক রোগী ও স্বজন জানান, কয়েকদিন আগে এক কিশোরী বিষপান করলে পরিবারের সদস্যরা সদর হাসপাতালে নিয়ে আসেন। দুজন স্বেচ্ছাসেবক এসে পাকস্থলি ওয়াশ বাবদ নল কিনতে ১ হাজার ৫০০ টাকা দাবি করেন। ৫০০ টাকা দিতে চাইলে অসম্মতি জানান তারা। পরে কিশোরীর অবস্থা খারাপ দেখে পরিবারের সদস্যরা সেচ্ছাসেবকদের চাহিদা অনুযায়ী টাকা দিতে বাধ্য হন। এরপর পাকস্থলি ওয়াশের কার্যক্রম শুরু হয়। সড়ক দুর্ঘটনায় সোহেল রানা নামে এক ব্যক্তির বাম হাত ভেঙে যায়। সদর হাসপাতারের জরুরি বিভাগে ব্যান্ডেজের জন্য চাওয়া হয় ৮০০ টাকা। অনেক কাকুতি-মিনতির পর ৪০০ টাকার বিনিময়ে কাজ শুরু করেন স্বেচ্ছাসেবকরা। বিএমএ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী বলেন, নামধারী স্বেচ্ছাসেবকদের ছাঁটাই করার জন্য হাসপাতালের সভায় একাধিকবার বলা হয়েছে। হাসপাতালের সুন্দর পরিবেশের জন্য সবার সহযোগিতা প্রয়োজন। জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান বলেন, সমস্যার বিষয়ে হাসপাতালে তত্ত্বাবধায়ককে বলা হয়েছে।
শিরোনাম
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
- রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগে আর্মেনিয়ায় ৬ ধর্মগুরু গ্রেপ্তার
- চীন-তুরস্ক-ফ্রান্স থেকে ১৩২ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া
- যতটা সম্ভব সব মৃতদেহ ফেরত দেওয়া হয়েছে: হামাস
- শৃঙ্খলাভঙ্গের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী বহিষ্কার
- ১৩৬ দিন অন্ধকারে থাকবে কানাডার যে এলাকা
- আইসিসিবিতে টেকসই পানি ব্যবস্থাপনা মেলা শুরু
- বসুন্ধরা স্পোর্টস সিটিতে ফিরছে ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি
- সুনামগঞ্জে রাষ্ট্র মেরামতের ৩১ দফার সমর্থনে মহিলা দলের প্রচার মিছিল
- যশোর বোর্ডে ২০ কলেজে শতভাগ ফেল
- টাঙ্গাইলে বাসচাপায় স্কুলছাত্রী নিহত, ক্ষুব্ধ জনতার আগুন
- নারায়ণগঞ্জে সরকারি হাসপাতালে সেল কাউন্টার ও পোর্টেবল ইসিজি মেশিন হস্তান্তর
- রাইদা বাসের ধাক্কায় হাত ভাঙল নারী পুলিশ কনস্টেবলের
- ঘোষিত সময়ে নির্বাচন দিন অন্যথায় হাস্যাস্পদ হবেন : ফারুক
- চার দফা দাবিতে মেহেরপুরে পরিচ্ছন্ন কর্মীদের মানববন্ধন
- এইচএসসিতে কুমিল্লা বোর্ডে এগিয়ে মেয়েরা
- আজ বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি বাংলাদেশ
- নারীবান্ধব বিচারবিভাগ প্রতিষ্ঠায় কাঠামোগত প্রতিবন্ধকতা বিদ্যমান : প্রধান বিচারপতি
- পিআরসহ নানা দাবিতে অস্থিরতার পাঁয়তারা করছে একটি মহল : মির্জা ফখরুল
- অমোচনীয় কালি মুছে যাচ্ছে, স্বচ্ছতা নিয়ে প্রার্থীদের শঙ্কা