চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে টাকা দিলে তবেই মিলছে কাক্সিক্ষত চিকিৎসাসেবা। টাকা না দিলে নানা অজুহাতে সেবাদানে কালক্ষেপণ করা হয় বলে এমন অভিযোগ রয়েছে। নামধারী স্বেচ্ছাসেবকদের কাছে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ রোগীরা। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। অভিযোগ আছে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে এলে শুরুতেই রোগীর স্বজনদের দামদর করতে হয় কথিত স্বেচ্ছাসেবকদের সঙ্গে। দামদর ঠিক হলে তবেই শুরু হয় চিকিৎসা। এ নিয়মে বাদ যায় না অসহায়, প্রতিবন্ধী ও দরিদ্র রোগীরাও। সম্প্রতি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তির শিকার একাধিক রোগী ও স্বজন জানান, কয়েকদিন আগে এক কিশোরী বিষপান করলে পরিবারের সদস্যরা সদর হাসপাতালে নিয়ে আসেন। দুজন স্বেচ্ছাসেবক এসে পাকস্থলি ওয়াশ বাবদ নল কিনতে ১ হাজার ৫০০ টাকা দাবি করেন। ৫০০ টাকা দিতে চাইলে অসম্মতি জানান তারা। পরে কিশোরীর অবস্থা খারাপ দেখে পরিবারের সদস্যরা সেচ্ছাসেবকদের চাহিদা অনুযায়ী টাকা দিতে বাধ্য হন। এরপর পাকস্থলি ওয়াশের কার্যক্রম শুরু হয়। সড়ক দুর্ঘটনায় সোহেল রানা নামে এক ব্যক্তির বাম হাত ভেঙে যায়। সদর হাসপাতারের জরুরি বিভাগে ব্যান্ডেজের জন্য চাওয়া হয় ৮০০ টাকা। অনেক কাকুতি-মিনতির পর ৪০০ টাকার বিনিময়ে কাজ শুরু করেন স্বেচ্ছাসেবকরা। বিএমএ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী বলেন, নামধারী স্বেচ্ছাসেবকদের ছাঁটাই করার জন্য হাসপাতালের সভায় একাধিকবার বলা হয়েছে। হাসপাতালের সুন্দর পরিবেশের জন্য সবার সহযোগিতা প্রয়োজন। জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান বলেন, সমস্যার বিষয়ে হাসপাতালে তত্ত্বাবধায়ককে বলা হয়েছে।
শিরোনাম
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ