টেকনাফ সদরের বরইতলী এলাকায় গত সোমবার রাতে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা, মোবাইল ফোন, নগদ টাকাসহ একজনকে আটক করেছে বিজিবি। আটক সিরাজুল টেকনাফ সদর ইউনিয়নের মোহাম্মদ শাহর ছেলে। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গতকাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।