শিরোনাম
বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

কালভার্ট যেন মরণফাঁদ

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচড়া ইউনিয়নের চকনিরখিন (ঠুকনিপাড়া) মোড় থেকে বহবলপুর কাচারি হয়ে রাঙামাটি হাটে যাওয়ার এলজিইডি সড়কের ভূমি অফিসের অদূরে অবস্থিত কালভার্টটি যেন মরণফাঁদে পরিণত হয়েছে। পারাপারে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কালভার্টের বেশির ভাগ অংশ ভেঙে গিয়ে গর্ত তৈরি হয়েছে। পথচারীরা প্রায়ই দুর্ঘটনায় আহত হচ্ছেন। স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে ওই রাস্তা দিয়ে ১০ চাকার বালিভর্তি ট্রাক চলাচলে কালভার্টটি ভেঙে যায়। বর্তমানে ওই রাস্তা দিয়ে নজিপুর থেকে ধামইরহাট উপজেলার গুরুত্বপূর্ণ রাঙামাটি হাটে যান চলাচলে জনসাধারণের ভোগান্তি বেড়েছে। চার মাস অতিবাহিত হলেও কালভার্টটি পুনঃস্থাপন বা সংস্কার করা হয়নি। কালভার্টটির অধিকাংশই ভেঙে পড়েছে। যেখান দিয়ে প্রতিদিন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার লোক যাতায়াত করেন। কালভার্ট পারাপারে প্রতিনিয়তই তারা বিপদে পড়ছেন। বেশি ভোগান্তির শিকার হচ্ছেন রোগী, বয়স্ক ও শিক্ষার্থীরা। স্থানীয়রা আরও জানান, এলাকার কেউ অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যেতে তাদের অনেক বিড়ম্বনা পোহাতে হয়। পত্নীতলা উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক বলেন, কালভার্টটির জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর