মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরার কম্বল পেয়ে খুশি অসহায় মানুষ

পঞ্চগড় প্রতিনিধি

বসুন্ধরার কম্বল পেয়ে খুশি অসহায় মানুষ

বসুন্ধরা গ্রুপের উপহারের কম্বল হাতে অসহায় নারীরা -বাংলাদেশ প্রতিদিন

উত্তরের হিমালয়ান সমতল ভূমির জেলা পঞ্চগড়ে ১ হাজার শীতার্ত মানুষকে কম্বল উপহার দিয়েছে বসুন্ধরা গ্রুপ। দেশের বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষ থেকে এ উপহার তুলে দেওয়া হয়। এতে সহযোগিতা করেছে কালের কণ্ঠের শুভ সংঘ।

গতকাল দিনব্যাপী পঞ্চগড় সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম, তেঁতুলিয়া, আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, বাংলাদেশ প্রতিদিনের পঞ্চগড় প্রতিনিধি সরকার হায়দার, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি লুৎফর রহমান, শুভসংঘের জেলার সভাপতি ফিরোজ আলম রাজিব প্রমুখ। বসুন্ধরার কম্বল পেয়ে খুশি শীতার্ত দরিদ্র মানুষ। তারা বলছেন, এবার শীতে কেউ খোঁজ না নিলেও বসুন্ধরার কম্বল পেয়ে খানিকটা হলেও আরাম পাবেন তারা। তেঁতুলিয়া উপজেলার ডাক্তারপাড়া গ্রামের নজিবুল হক (৬৮) বলেন, ‘মোক এইবার কাহ কম্বল দেয়নি। খুব কষ্ট পাছিনু। রাইতত একখান ঝাঁকায় ঘুম হয় না। বসুন্ধরার কম্বল পায়ে কিছুটা আরাম হবে বাড়ে। আল্লাহ উমহার ভালো করুক।’

সর্বশেষ খবর