শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

গাড়ি থেকে নামিয়ে তিন জনকে কুপিয়ে জখম

ফরিদপুর ও বোয়ালমারী প্রতিনিধি

আদালতে মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস থেকে নামিয়ে তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী ব্রিজ এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। আহতরা হলেন সবুজ, আলামিন ও ইলিয়াস। এদের মধ্যে সবুজ ও আলামিনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীদের সঙ্গে আহতদের দীর্ঘদিন ধরে মামলা চলছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর থেকে একটি মামলার হাজিরা দিয়ে মাইক্রোবাসে গুনবহার বাড়ি ফিরছিলেন সবুজ, আলামিন ও ইলিয়াস শেখসহ কয়েকজন।

 

সর্বশেষ খবর