দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক প্রবাসীসহ সাতজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
রংপুর : নগরীর মেডিকেল মোড়ে বিকালে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত ও তার স্বামী আহত হয়েছেন। দুর্ঘটনায় তাদের সন্তান অক্ষত ছিল। নিহত রানী সরকার হলেন নগরীর কেল্লাবন এলাকার মন্টু সরাকরের স্ত্রী।
ময়মনসিংহ : তারাকান্দার গাছতলায় সকালে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেল চালক হাসমত আলী (৪০)। এতে আরও দুজন আহত হয়েছে। নিহতের বাড়ি জামালপুর সদর উপজেলায়।
কুমিল্লা : গতকাল চৌদ্দগ্রাম-লাকসাম সড়কের বাঙ্গড্ডা বটতলা এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন পর্তুগাল প্রবাসী কেফায়েত উল্লাহ (২৫)। তিনি নাঙ্গলকোট উপজেলার উত্তর মাহিনী গ্রামের লেদু মিয়ার ছেলে।
মুন্সীগঞ্জ : গজারিয়ায় ভাটেরচর এলাকায় গতকাল সকালে দ্রুতগামী বাসের ধাক্কায় নিহত হয়েছেন দীপঙ্কর দেবনাথ (৩২) নামে এক নৈশপ্রহরী। নিহতের বাড়ি গজারিয়া থানার ভবেরচর গ্রামে।
দিনাজপুর : দুপুরে জেলা শহরে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন সরোত বালা (৫৬)। তিনি সদর উপজেলার কমলপুর ইউনিয়নের মৃত নগেন রায়ের স্ত্রী।
সাভার : ঢাকার সাভারে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় আবদুল কুদ্দুস (৩০) নামের এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কেরানীগঞ্জ : বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু (ঢাকা-মাওয়া) এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শ্রাবণ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শ্রাবণ রাজধানীর দক্ষিণখানের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
চট্টগ্রাম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আটজন আহত হয়েছে। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেলজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।