শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি বন্ধের দাবি

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে ফুটপাতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি বন্ধের দাবি উঠেছে। এ দাবিতে মানববন্ধন করেছেন দেবীগঞ্জ হোটেল মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। দেবীগঞ্জ বিজয় চত্বর এলাকায় গতকাল মানববন্ধনে বক্তব্য রাখেন- দেবীগঞ্জ হোটেল মালিক সমিতির সভাপতি বিপ্লব কুমার সাহা, হোটেল মালিক নৃপেন চন্দ্র বর্মন, দেবীগঞ্জ হোটেল শ্রমিক নেতা লুৎফর রহমান, ইউসুফ শেখ প্রমুখ। বক্তারা বলেন, দেবীগঞ্জ শহরের বিজয় চত্বর সংলগ্ন গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে নিয়ন্ত্রণহীনভাবে খাবার বিক্রি করে আসছেন কিছু লোক। এতে হোটেলগুলোতে বিক্রি কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তারা বাধ্য হচ্ছেন শ্রমিক ছাঁটাইয়ে। বেকার হয়ে পড়ছেন অনেকে। অন্যদিকে ফুটপাতের খাবার খেয়ে নানা ধরনের স্বাস্থ্য জটিলতায় ভুগছেন স্থানীয় নাগরিকরা।

অবিলম্বে অবৈধ ফুটপাত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। দেবীগঞ্জের ২ শতাধিক হোটেল শ্রমিক ও মালিক মানববন্ধনে অংশ নেন। পরে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়।

সর্বশেষ খবর