হেলে পড়েছে পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের সুরক্ষা সীমানা প্রাচীর। হেলে পড়া অংশে বালু সরে গিয়ে গর্ত সৃষ্টি হয়েছে। সোমবার সন্ধ্যায় বন্দরের কোয়াটার সংলগ্ন উত্তর পাশের ওয়ালটি হেলে পড়ে। তবে পুরো সীমানা প্রাচীর ঝুুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। জানা যায়, গত বছর এ সুরক্ষা প্রাচীরের নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান এবিএম ওয়াটার কোম্পানি।
দুই তৃতীয়াংশ কাজ শেষ হওয়ার পর সোমবার ওই সুরক্ষা প্রাচীরের উত্তর দিকে হেলে পড়ে। এ সময় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি ১০০ ফুট দৈর্ঘ্যরে স্পান। সুরক্ষা প্রাচীর যেকোনো সময় বালু ধসের ফলে ভেঙে পড়তে পারে এমন শঙ্কা করেছেন একাধিক স্থানীয় বাসিন্দা। এ বিষয়ে পায়রা বন্দর চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক ও মিডিয়া উইংস মো. আজিজুর রহমান সাংবাদিকদের জানান, বিষয়টি বন্দর চেয়ারম্যানকে অবহিত করা হবে।