গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন। এ ছাড়া বগুড়া ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়কে প্রাণ গেছে আরও তিনজনের। প্রতিনিধিদের পাঠানো খবর-
গাজীপুর : জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও শহরের রাজবাড়ি সড়কে গত সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম আল ইমরান (২৩)। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ইদ্রিস আলীর ছেলে।
বগুড়া : শেরপুর উপজেলায় অজ্ঞাত গাড়িচাপায় প্রাণ গেছে জাহিদ হাসান (১৯) নামে এক মোটরসাইকেল চালকের। পৌর শহরের কলেজ রোড এলাকায় গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ শাজাহানপুর উপজেলার রহিমাবাদ এলাকার বাবলু মিয়ার ছেলে। এদিকে বগুড়া শহরের গোদারপাড়া বাজারে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে জুয়েল (৫০) নামে এক অটোরিকশা যাত্রী মারা গেছেন। নিহত জুয়েল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কছিম উদ্দীনের ছেলে।শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিসিক শিল্প নগরীর সামনে গতকাল সকালে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম কাজলী বেগম। বাড়ি উত্তরসুর এলাকার ভাণ্ডারী পাড়ায়। এই দুর্ঘটনায় কাজলীর মেয়ে পলি, পলির ছয় মাসের শিশু সন্তান লিমন আহত হয়েছে।