বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

হিলিতে বাংলা ট্রাক সংকট বিপাকে ব্যবসায়ীরা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

হিলিতে বাংলা ট্রাক সংকট বিপাকে ব্যবসায়ীরা

বাংলা ট্রাকের অভাবে খালাস হচ্ছে না আমদানি পণ্য

পণ্য পরিবহনের জন্য বাংলা ট্রাক না পেয়ে বিপাকে পড়েছেন দিনাজপুরের হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা। কিছু ট্রাক পেলেও তার জন্য বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। পরিবহন ব্যয় বাড়ায় পণ্যের দামও বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা। ব্যবসায়ী আবদুস সালাম বলেন, আমরা বন্দর থেকে বিভিন্ন আমদানি পণ্য বিক্রি করে থাকি। বাংলা ট্রাকের কারণে ক্রেতারা পণ্য নিতে পারছে না আমরাও ডেলিভারি দিতে পারছি না। ট্রাক না পাওয়ায় বন্দরে পণ্য হল্টেজ থাকছে। এতে বাড়তি দেড় হাজার টাকা মাশুল গুনতে হচ্ছে। হিলি স্থলবন্দরে পণ্য নিতে আসা ট্রাকচালক ইয়াসিন আলী বলেন, বর্তমানে বন্দরে বাংলা ট্রাকের সংখ্যা কম। এর কারণ হলো জয়পুরহাট ও বগুড়ার বিভিন্ন অঞ্চলে নতুন আলু উঠতে শুরু করেছে যা রাজধানী ঢাকাসহ সারা দেশে যাচ্ছে। একইভাবে এসব অঞ্চল থেকে প্রচুর ধান যাচ্ছে অন্য এলাকায়। এতে ট্রাকের চাহিদা বেড়ে গেছে। আরকে ট্রাকচালক ইসমাইল হোসেন বলেন, অনেকেই ট্রাকের ভাড়া বেশি বলছে। কিন্তু মূল কারণ হলো তেলের দাম বেশি যার কারণে আমাদের ভাড়া মেরে পোষাচ্ছে না। বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত রয়েছে। আগের তুলনায় আমদানির পরিমাণ কিছুটা বেড়েছে, তবে বন্দরে পণ্য নেওয়ার জন্য বাংলা ট্রাক কম ঢুকছে।

সর্বশেষ খবর