শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

এনজিও পরিচালকসহ নাটোরে গ্রেফতার ৪

গ্রাহকের টাকা আত্মসাৎ

নাটোর প্রতিনিধি

ঋণ দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ‘নদী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি.’-এর ব্যবস্থাপনা পরিচালক জহুরুল ইসলামসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাতে নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জহুরুল নলডাঙ্গার হালতি গ্রামের জেহের আলীর ছেলে। গ্রেফতার অন্যরা হলেন বাসুদেবপুর গ্রামের জাফর আলীর ছেলে মওদুদ রহমান, পূর্ব মাধনগর গ্রামের হারুনুর রশিদের ছেলে বাবুল ও শ্রী দেবতী প্রামাণিকের ছেলে প্রকাশ চন্দ্র। র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম চারজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই প্রতিষ্ঠানে প্রায় ২৫০ লোকের কাছ থেকে কিস্তির মাধ্যমে বিভিন্ন অঙ্কের টাকা জামানত নিয়ে ঋণ দেওয়ার কথা বলে। গ্রাহকরা জমা টাকার মাধ্যমে ঋণ চাইলে তারা গড়িমসি করেন। এক পর্যায়ে জমা টাকা ফেরত চাইলে প্রতিষ্ঠান প্রধানসহ কর্মচারীরা অফিস বন্ধ করে পালিয়ে যান।

সর্বশেষ খবর