শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বাংলাবান্ধায় স্ক্যানার মেশিন চালু

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে কাস্টমস কর্তৃপক্ষ যাত্রীর ব্যাগেজ স্ক্যানার মেশিন চালু করেছে। যাত্রীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ স্ক্যানার চালু হলো। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আবদুল মান্নান শিকদার গতকাল এ মেশিন উদ্বোধন করেন। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, স্ক্যানার মেশিন চালু হওয়ায় যাত্রীরা তাদের ব্যাগেজে অবৈধ পণ্য বহন করলে সহজেই চিহ্নিত করা যাবে এবং শুল্কযুক্ত পণ্য থাকলে শুল্ক আদায় করা সম্ভব হবে। যাত্রীরা জানান, স্ক্যানার মেশিন চালু হওয়ায় ব্যাগ খুলে তল্লাশি ছাড়াই ব্যাগেজ পরীক্ষা করা যাবে। এতে যাত্রী দুর্ভোগ কমার পাশাপাশি সময় কম লাগবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সুরেশ চন্দ্র বিশ্বাস, মবিনুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর