শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চা বাগানে পাখির জন্য অভয়াশ্রম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ন্যাশনাল টি কোম্পানির কুরমা চা বাগানের ছনখোলাকে পাখির অভয়াশ্রম করা হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বন বিভাগ ও কুমরা চা বাগান কর্তৃপক্ষ ওই বাগানের ৮ নম্বর সেকশনের ছনখোলার ১০ একর জমি সংরক্ষণ করে ‘কুরমা পাখি অভয়াশ্রম’ সাইনবোর্ড লাগিয়েছে।

ছন, লতাগুল্ম আর ঝুপঝাড়ে ভরা এই ছনখোলায় ছিল ১৮ প্রজাতির দুর্লভ পাখি, বিভিন্ন প্রজাতির দেশীয় পাখি, বুনো খরগোশ আর শিয়ালসহ স্তন্যপায়ী প্রাণী। আর গ্রীস্মে পরিযায়ী পাখিরা এসে এখানে প্রজনন করত। গত বছরের মার্চে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ সিলেট বিভাগ কার্যালয় থেকে কুমরা ও পাত্রখোলা চা বাগানের ম্যানেজারকে এই জায়গাটি সংরক্ষণের জন্য চিঠি দিয়েছিল। চলতি বছর এই ছনখোলার ঝোপঝাড় কেটে পরিষ্কার করা হয়।  সরু রাস্তাটি সম্প্র্রসারণ করে গাড়ি চলাচলের উপযোগী করায় ধংস হয় পরিযায়ী পাখির আবাসস্থল।

 

 

সর্বশেষ খবর