মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

কর্মস্থলে ১৩ মাস অনুপস্থিত, স্থবির শিক্ষা কার্যক্রম

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলা একাডেমিক সুপারভাইজার ১৩ মাস কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। একাডেমিক সুপারভাইজার নাজমুন নাহার ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি দাউদকান্দিতে যোগদান করেন। ২০২১ সালের ২১ ডিসেম্বর করোনার টিকা কার্যক্রম দেখার জন্য দায়িত্ব দেওয়া হলে তাকে আর পাওয়া যায়নি। করোনা পরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর সরকার শিক্ষাব্যবস্থার ক্ষতি পুষিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ নেয়। ওই কর্মকর্তার অনুপস্থিতির কারণে  শিক্ষার কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সুপারভাইজারের দীর্ঘ অনুপস্থিতির কারণে মাধ্যমিক স্তরে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, শ্রেণি কক্ষ পরিচালনা, প্রাত্যহিক সমাবেশ শিক্ষকদের নিয়মিত পাঠটিকা প্রস্তুত করাসহ শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

এ ব্যাপারে জানতে চেয়ে একাডেমিক সুপারভাইজার নাজমুন নাহারের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও রিসিভ করেননি। দাউদকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম ফজলুল হক বলেন, তিনি লিখিত বা মৌখিক কোনো ছুটি না নিয়েই অনেক দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

সর্বশেষ খবর