মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

কাপাসিয়ায় ইভ টিজিংয়ের শিকার ছাত্রীর আত্মহত্যা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় ইভ টিজিংয়ের শিকার হয়ে মোছা. শাহরিয়া শারমিন বন্যা (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের চর আলীনগর গ্রামের মো. বাদশা মিয়ার মেয়ে এবং বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির (বিজ্ঞান বিভাগ) ছাত্রী। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার দুপুরে শাহরিয়া শারমিন বন্যা বান্ধবীর জন্মদিন উপলক্ষে উপহার কিনে পার্শ্ববর্তী মনোহরদী উপজেলার নারান্দী বাজার থেকে বাড়ি ফেরার পথে জহিরুল ইসলাম ও তার বন্ধুরা তার গতিরোধ করে। এ সময় জহিরুল তাকে কুপ্রস্তাব দিলে বন্যা তা নাকচ করে দেয়। পরে জহিরুল তাকে গালিগালাজ করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। বাড়ি ফিরে সে তার মাকে বিষয়টি জানালে তার মা এ নিয়ে তাকে বকাঝকা করে। একপর্যায়ে বাড়ি নির্জন হলে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে।

পরে বাড়ির লোকজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা তার লাশ নিয়ে বাড়ি এসে পুলিশে খবর দেয়। পুলিশ রবিবার রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় বন্যার মা ফেরদৌসী বেগম বাদী হয়ে জহিরুল ইসলামকে আসামি করে একটি মামলা করেছেন। জহিরুল ইসলাম সনমানিয়া ইউনিয়নের চর আলীনগর গ্রামের মো. গোলাপ মিয়ার ছেলে। কাপাসিয়া থানার ওসি এ এফ এম নাসিম জানান, জহিরুল একজন বখাটে। সে প্রায়ই মেয়েদের উত্ত্যক্ত করে বলে অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর