শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জীবনানন্দ দাশের পৈতৃক সম্পত্তি উদ্ধার দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

জীবনানন্দ দাশের পৈতৃক সম্পত্তি উদ্ধার দাবি

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি রক্ষা এবং তাঁর গবেষণা কেন্দ্র স্থাপনসহ পাঁচ দফা দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচি পালন করেছেন কবি-সাহিত্যিকরা। গতকাল সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে অবস্থান কর্মসূচি করেন তারা। এ সময় জীবনানন্দ গবেষণা কেন্দ্র স্থাপন, জীবনানন্দ মিলনায়তনে ব্যবহার উপযোগী করা, পাঠাগার নিয়মিত চালু থাকা এবং জীবনানন্দ দাশের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি বেদখল থেকে উদ্ধার করে রূপসী বাংলার অবয়বে একটি উদ্যান করার দাবি জানান তারা। এ দাবি   বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কবি-সাহিত্যিকরা।

সর্বশেষ খবর