রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্স

ভিতরে-বাইরে আবর্জনা ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে-বাহিরে আবর্জনার স্তূপ। দীর্ঘদিন যেখানে-সেখানে ময়লা জমে থাকায় ছড়িয়ে পড়েছে উৎকট গন্ধ। ব্যবস্থাপনা ঠিকমতো থাকলে হাসপাতালটি ঝকঝকে থাকত বলে মনে করেন সেবাগ্রহীতারা। কালুখালীর ২ লক্ষাধিক মানুষের চিকিৎসাসেবায় গড়ে তোলা হয়েছে কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতাল ভবনের সিঁড়ি, বারান্দা ও ওয়ার্ডের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা-আবর্জনা। কর্মকর্তাদের বাথরুম ছাড়া সব টয়লেট ব্যবহারের অনুপযোগী। ওয়ার্ডের ভিতরের আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক ও প্রয়োজনীয় যন্ত্রপাতি। হাসপাতালে সেবা নিতে আসা রতনদিয়া ইউনিয়নের আকমল হোসেন বলেন, এই স্বাস্থ্য কমপ্লেক্সে ভালো চিকিৎসাসেবা নেই। ওয়ার্ডের মধ্যে ময়লা-আবর্জনা থাকে। বাথরুম ব্যবহার করা যায় না। একজন সেবিকা বলেন, আমরা দুর্গন্ধের কারণে ওয়ার্ডের আশপাশে থাকতে পারি না। মাস্ক পরে ভিতরে আসতে হয়। তবু নাকে দুর্গন্ধ আসে। কালুখালী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. ফারজানা ইসলাম বলেন, হাসপাতালে কিছু সমস্যা রয়েছে। বিশেষ করে পরিচ্ছন্নতা কর্মীর চরম সংকট। বিভিন্ন স্থানে ময়লা জমে থাকে। এগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে। জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম বলেন, হাসপাতালের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর