মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সড়কে আলপনায় একুশের চেতনা

ঠাকুরগাঁও প্রতিনিধি

সড়কে আলপনায় একুশের চেতনা

ঠাকুরগাঁওয়ে সড়কে আলপনায় ব্যস্ত শিক্ষার্থীরা -বাংলাদেশ প্রতিদিন

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুত ঠাকুরগাঁও জেলাবাসী। পরিষ্কার করা হয়েছে শহীদ মিনার। ভাষা শহীদদের শ্রতি শ্রদ্ধা ও একুশের চেতনা লালন করে প্রতিবারের মতো এবারও জেলা প্রশাসনের উদ্যোগে সড়কে করা হয়েছে আলপনা। গতকাল দুপুরে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও একুশের চেতনাকে লালন, ধারণ ও বিস্তারের জন্য ঠাকুরগাঁওয়ে সড়কে রং-তুলিতে আঁকা হয়েছে দীর্ঘ আলপনা। শহীদ মিনারসংলগ্ন পূর্ব পাশের সড়কে আলপনা আঁকায় অংশ নেন শিশুসহ বিভিন্ন পেশার মানুষ। লাল, নীল, হলুদ, সাদাসহ নানা রঙের বর্ণিল আলপনা মানুষের নজর কেড়েছে। আলপনা আঁকায় অংশ নেওয়া মোস্তাফিজুর রহমান রিপন বলেন, একুশের চেতনা ধারণ ও বিস্তারের জন্য নতুন প্রজন্মের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা আশা করি এই আলপনার মাধ্যমেই একুশের চেতনাকে ধরে রাখতে পারব। শিক্ষার্থী সোহেল তানভির বলেন, প্রতিবার বড় ভাই ও আপুরা এখানে আলপনা আঁকতেন। এবার আমারও সুযোগ হয়েছে। আলপনা আঁকতে পেরে খুব ভাল লাগছে। জেলা প্রশাসক মাহাবুবুর রহমান বলেন, একুশ মানে ভাষা শহীদদের হারানোর শোক। একুশ মানে মাতৃভাষা অর্জনের গৌরব। আমরা আলপনার মাধ্যমে এ কথা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই।

 

সর্বশেষ খবর