সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে রেলওয়ের যৎসামান্য উন্নয়ন হলেও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ। জানা যায়, দেশে করোনার প্রকোপ বাড়লে ২০২০ সালের ১৫ মার্চ থেকে আন্তঃনগর ও কমিউটারসহ ছয় জোড়া ট্রেন বন্ধ হয়ে যায়। করোনার প্রকোপ কমে এলে ২০২১ সালের ১৭ জুলাই থেকে আন্তঃনগর ট্রেন বনলতা ও অন্য দুটি ট্রেন চালু হয়। বাকিগুলো নানা অজুহাতে এখনো বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে ট্রেনগুলো বন্ধ থাকায় রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এ অঞ্চলের মানুষ। অভিযোগ রয়েছে সব ট্রেন চালু করাসহ স্টেশনের আধুনিকায়ন দাবিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, নাগরিক কমিটি মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও এদিকে নজর দেয়নি রেলকর্তৃপক্ষ। সূত্র জানায়, ২০১৯ সালে ১৮ জুলাই আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বসার জায়গা না পাওয়ায় ক্ষুব্ধ হন। এরপর থেকে এ অঞ্চলের রেলওয়ের উন্নয়ন কাজ করতে তারা অনীহা প্রকাশ করেন। এ ছাড়া সোনামসজিদ পর্যন্ত রেললাইন সম্প্রসারণ, মানসম্পন্ন স্টেশন নির্মাণের সব প্রকল্প ফাইলবন্দি হয়ে পড়েছে। এ রেলস্টেশনে পুরনো প্লাটফর্মটি পুনঃনির্মাণ হলেও যাত্রী ছাউনি বর্ধিত করা হয়নি। সুশীল সমাজ মনে করছেন, রেলস্টেশনটিতে সীমানাপ্রাচীর দেওয়া প্রয়োজন। কারণ অরক্ষিত থাকায় স্টেশন ঘেঁষে টিনের ঘর তুলে বসবাস করার পাশাপাশি গরু-ছাগল পালন করছে। ফলে প্রায়ই অনাকাক্সিক্ষত ঘটনা ঘটছে। এ প্রসঙ্গে নাগরিক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনির বলেন, সংশ্লিষ্ট দফতরে বন্ধ ট্রেন চালুসহ সমস্যা নিরসনে স্মারকলিপি দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সংসদ সদস্য আবদুল ওদুদ বলেন, এ স্টেশনে নতুন রেললাইন স্থাপনের পাশাপাশি আরেকটি নতুন প্লাটফর্ম নির্মাণ হলেও যাত্রী ছাউনি হয়নি।
শিরোনাম
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক
- কেরালায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মস্তিষ্ক-খেকো অ্যামিবা, নয় মাসে মৃত্যু ১৭
- আখাউড়ায় বিজয় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২