সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে রেলওয়ের যৎসামান্য উন্নয়ন হলেও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ। জানা যায়, দেশে করোনার প্রকোপ বাড়লে ২০২০ সালের ১৫ মার্চ থেকে আন্তঃনগর ও কমিউটারসহ ছয় জোড়া ট্রেন বন্ধ হয়ে যায়। করোনার প্রকোপ কমে এলে ২০২১ সালের ১৭ জুলাই থেকে আন্তঃনগর ট্রেন বনলতা ও অন্য দুটি ট্রেন চালু হয়। বাকিগুলো নানা অজুহাতে এখনো বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে ট্রেনগুলো বন্ধ থাকায় রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এ অঞ্চলের মানুষ। অভিযোগ রয়েছে সব ট্রেন চালু করাসহ স্টেশনের আধুনিকায়ন দাবিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, নাগরিক কমিটি মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও এদিকে নজর দেয়নি রেলকর্তৃপক্ষ। সূত্র জানায়, ২০১৯ সালে ১৮ জুলাই আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বসার জায়গা না পাওয়ায় ক্ষুব্ধ হন। এরপর থেকে এ অঞ্চলের রেলওয়ের উন্নয়ন কাজ করতে তারা অনীহা প্রকাশ করেন। এ ছাড়া সোনামসজিদ পর্যন্ত রেললাইন সম্প্রসারণ, মানসম্পন্ন স্টেশন নির্মাণের সব প্রকল্প ফাইলবন্দি হয়ে পড়েছে। এ রেলস্টেশনে পুরনো প্লাটফর্মটি পুনঃনির্মাণ হলেও যাত্রী ছাউনি বর্ধিত করা হয়নি। সুশীল সমাজ মনে করছেন, রেলস্টেশনটিতে সীমানাপ্রাচীর দেওয়া প্রয়োজন। কারণ অরক্ষিত থাকায় স্টেশন ঘেঁষে টিনের ঘর তুলে বসবাস করার পাশাপাশি গরু-ছাগল পালন করছে। ফলে প্রায়ই অনাকাক্সিক্ষত ঘটনা ঘটছে। এ প্রসঙ্গে নাগরিক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনির বলেন, সংশ্লিষ্ট দফতরে বন্ধ ট্রেন চালুসহ সমস্যা নিরসনে স্মারকলিপি দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সংসদ সদস্য আবদুল ওদুদ বলেন, এ স্টেশনে নতুন রেললাইন স্থাপনের পাশাপাশি আরেকটি নতুন প্লাটফর্ম নির্মাণ হলেও যাত্রী ছাউনি হয়নি।
শিরোনাম
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে মিলছে না রেলওয়ের কাঙ্ক্ষিত সেবা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর