দেশ ও সীমান্ত রক্ষার পাশাপাশি পাহাড়ে অনাবাদি পতিত জমিতে নানা ধরনের কৃষির উৎপাদনে মাঠে নেমেছে বিজিবি সদস্যরা। স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে কৃষিবিপ্লবে প্রধান মন্ত্রীর নির্দেশনায় খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির দুর্গম ১৫টি বিওপি ও বিশেষ ক্যাম্পে শুরু হয়েছে স্বতঃস্ফূর্ত কৃষিবিপ্লব। ডিউটি শেষে পতিত জমিতে নিজ উদোগে ফসল ফলাচ্ছে বিজিবি সদস্যরা। যা নিজেদের চহিদা মিটিয়ে স্থানীয়দের মধ্যেও বিতরণ করা হচ্ছে। দায়িত্ব, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পতিত জমিতে করছেন কৃষির আবাদ। ভারত সীমান্ত ঘেঁষা খাগড়াছড়ির রামগড়ে সীমান্তের দায়িত্বে থাকা ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের সদস্যদের চলছে এই কৃষি কর্মকা । ৪৫ কি. মি. সীমান্ত জুড়ে ১৫টি বিওপিসহ ব্যাটালিয়ন সদর দফতরের পতিত জমিতে প্রতিনিয়ত নিজ উদ্যোগে উৎপাদন করছেন বিভিন্ন রকমের শাকসবজি। এতে রয়েছে লাউ, বেগুন, মূলা, বরবটি, সিমসহ নানা ধরনের শাকসবজি। সঙ্গে চলছে হাঁস-মুরগি গরু-ছাগল পালন ও মৎস্য চাষ। এতে নিজেদের প্রতিদিনের খাদ্যের চাহিদা মেটাচ্ছেন নিজেরাই। বর্তমানে পাহাড়ের অনাবাদি জমিগুলো সবুজে ভরে গেছে। প্রতিদিন বিজিবি সদস্যরা তাদের লাগানো শাকসবজি নিয়মিত পরিচর্যায় মেতে উঠেছে। এলাকার লোকজন এসব বিজিবি সদস্যদের কৃষি র্কমকান্ডের তৎপরতা দেখে নিজেরাও অনুপ্রাণিত হয়ে অনাবাদি জমিতে শাকসবজি উৎপাদনে নেমেছে। দেশে যেন খাদ্য ঘাটতি না হয় । সে জন্য এক ইঞ্চি মাটিও অনাবাদি থাকবে না, প্রধানমন্ত্রীর এ নির্দেশনা মেনে বিজিবি মহাপরিচালকের দিক নির্দেশনায় ৪৩ বিজিবি রামগড় ব্যাটালিয়নের দুর্গম সীমান্তের প্রতিটি বিওপি ও ক্যাম্পে চলছে কৃষির আবাদ। ডিউটির পাশাপাশি অবসরে প্রত্যেক বিজিবি সদস্য সময় দিচ্ছেন কৃষি কাজে। এতে করে টাটকা শাক-সবজি মিলছে ব্যাটালিয়ন সদর দফতর থেকে শুরু করে প্রত্যন্ত এলাকায় থাকা বিজিবি সদস্যদের কাছে। শুধু শাক-সবজির চাষাবাদ নয়, বিজিবি ও কৃষি প্রকল্পের আওতায় মৎস্য চাষ, হাঁস-মুরগি ও গরু-ছাগল পালন করা হচ্ছে। পাশাপাশি কমলা, মাল্টা, পেঁপেসহ ফলজ বাগানও গড়ে উঠছে প্রত্যেকটি বিজিবি ক্যাম্পে। রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানান, দেশে খাদ্যের চাহিদার জোগান দিতে বিজিবি এ জাতীয় কর্মকা অব্যাহত রাখবে। তিনি আরও জানান, শুধু রামগড়ে নয়, বিজিবির প্রতিটি ইউনিটে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে দেশের খাদ্যঘাটতি কিছুটা হলেও কমে আসবে এ প্রত্যাশা করেন।
শিরোনাম
- তুরস্কের ড্রোন ব্যবহার করছে পাকিস্তান, দাবি ভারতের
- এক সপ্তাহের জন্য স্থগিত আইপিএল
- ভারতের ৩৬ স্থানে ৪০০ ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি দিল্লির
- রোহিতের পর এবার টেস্ট থেকে অবসরের পথে কোহলি!
- বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
- পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাত : ভারতীয় শেয়ারের দাম কমেছে ৮৩ বিলিয়ন ডলার
- পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক কমিটির সভা ডেকেছেন শেহবাজ শরিফ
- ভারতের পাঁচ বিমানঘাঁটিতে হামলার দাবি পাকিস্তানের
- সাংবাদিকতার স্বাধীনতা ছাড়া আইনের শাসন থাকবে না: আইন উপদেষ্টা
- সাইবার হামলায় ভারতের ৭০ শতাংশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অচল
- পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু
- ভারতের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উড়িয়ে দিল পাকিস্তান
- পাল্টা হামলা: ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংসের দাবি পাকিস্তানের
- সৌদি পৌঁছেছেন ৩৭১১৫ হজযাত্রী
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১০ মে)
- পাকিস্তানের ড্রোন হামলায় ভারতের পাঞ্জাবে আহত ৩
- ভাঙ্গায় জাহানাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত
- বাংলাদেশের চারটি টিভির ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত
- নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু নিহত, আহত ২
- জেল থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
পাহাড়ে পতিত জমিতে বিজিবির কৃষিবিপ্লব
মো. জহুরুল আলম, খাগড়াছড়ি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর