শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

হত্যা মামলায় দুই চরমপন্থির ফাঁসি, চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি

গরুর হাটের টেন্ডারবাজি এবং স্কুলের নিয়োগকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে এক ব্যক্তিকে হত্যার দায়ে দুই চরমপন্থিকে মৃত্যুদন্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। কুষ্টিয়ার অতিরিক্তি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম গতকাল এ রায় ঘোষণা করেন। এ সময় দন্ডপ্রাপ্ত পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। জমির জোয়াদ্দার নামে একজন পলাতক রয়েছেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মৃত্তিকাপাড়া গ্রামের আদিল উদ্দিনের ছেলে সজিব বিশ্বাস ও বালিয়াপাড়া গ্রামের জানে আলীর ছেলে রফিকুল ইসলাম। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার ইবি থানার কমিরপুর গ্রামের ওয়াহেদ জোয়াদ্দারের ছেলে জমির  জোয়াদ্দার, বালিয়াপাড়ার মকছেদ আলীর ছেলে সদর উদ্দিন, আবদুল আজিজের ছেলে আনিচুর রহমান ও দিদার আলীর ছেলে সুমন আলী। এজাহার সূত্রে জানা যায়, গরুর হাটের টেন্ডারবাজি এবং স্কুলের নিয়োগবাণিজ্যকে কেন্দ্র করে ২০১৬ সালে ১ জানুয়ারি রাতে চরমপন্থি সন্ত্রাসীরা ফিরোজ মোল্লা নামে এক ব্যক্তিকে হত্যার পর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে আলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের গেটে ঝুলিয়ে রাখে।

সর্বশেষ খবর