শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ভিডিও ভাইরাল, ইউপি সদস্যসহ আটক ২

চুরির অপবাদে যুবককে মারধর

ভোলা প্রতিনিধি

ভোলায় চুরির অপবাদ দিয়ে আবু তাহের নামে এক যুবককে রশি দিয়ে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। গত শনিবার ভোলা সদর উপজেলার বান্ধের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। চার দিন পর বুধবার নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। বুধবার রাতে পুলিশ অভিযুক্ত ইউপি মেম্বার জসিম উদ্দিন এবং জাহাঙ্গির কান্টু নামে অন্য এক যুবককে আটক করেছে। নির্যাতনে শিকার যুবকের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ফেনুয়া গ্রামে। দুই মিনিট ২২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, আনুমানিক ৫০ বছর বয়সী এক লোক ওই যুবকের ডান হাতে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে মারছেন। এ সময় যুবক চিৎকার দিতে থাকেন এবং নিজেকে নির্দোষ দাবি করে বারবার না মারার জন্য আকুতি জানান। তারপরও ওই লোক যুবকের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য মারধর করতে থাকেন। এ সময় সেখানে স্থানীয়রা উপস্থিত ছিলেন। ভোলা থানার ওসি শাহীন ফকির জানান, চুরির অভিযোগে নির্যাতনের ঘটনায় পশ্চিম ইলিশা ইউনিয়নের ওয়ার্ডের মেম্বার জসিম খালাসি ও জাহাঙ্গীর কান্টু নামে দুজন আটক করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর