শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চুয়াডাঙ্গায় টাকা দিয়ে কৃতকার্য

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার শ্রীকোল-বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বাড়তি টাকার বিনিময়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়া ৮১ জনের মধ্যে ৬০ জনকে অকৃতকার্য দেখিয়ে তাদের কাছ থেকে নেওয়া হয়েছে বিষয়প্রতি বাড়তি ৩০০ টাকা। এরপর দেওয়া হয়েছে ফরম পূরণের সুযোগ। এ ছাড়া অতিরিক্ত ক্লাসের কথা বলে নেওয়া হয়েছে মাথাপিছু আরও ১ হাজার টাকা। বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন শিক্ষা কর্মকর্তা। জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষার আগে নির্বাচনী পরীক্ষা গ্রহণ করে চুয়াডাঙ্গা সদরের শ্রীকোল-বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষায় অংশ নেয় ৮১ জন ছাত্র-ছাত্রী। ফলাফলে দেখা যায় কৃতকার্য হয়েছেন মাত্র ২১ শিক্ষার্থী। পরে অকৃতকার্য হওয়া ৬০ জন শিক্ষার্থীর কাছ থেকে আদায় করা হয় বিষয়প্রতি ৩০০ টাকা। আর অতিরিক্ত ক্লাস বাবদ সব পরীক্ষার্থীর কাছ থেকে নেওয়া হয় আরও ১ হাজার টাকা করে। টাকা আদায়ের পর অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের কৃতকার্য দেখিয়ে সুযোগ দেওয়া হয় ফরম পূরণের। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, অতিরিক্ত টাকা হাতিয়ে নিতেই অধিকাংশ পরীক্ষার্থীকে অকৃতকার্য দেখানো হয়। এ ঘটনা এবারই নতুন নয়। প্রতি বছরই এভাবে কৌশলে টাকা হাতিয়ে নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গণি বলেন, শিক্ষার্থীদের মানোন্নয়নের জন্য করা হয়েছে।

 এবং মানবিক দিক বিবেচনা করে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়েছে। বাড়তি টাকা নেওয়ার বিষয়ে তিনি বলেন, পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ নেই। অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টিও অবৈধ। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর