শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

টুইস্টিং মিল চালুর দাবি মালিক-শ্রমিকদের

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ টুইস্টিং মিল বন্ধের প্রতিবাদ ও দ্রুত খুলে দেওয়ার দাবিতে জেলা ও পুলিশ প্রশাসনে লিখিতভাবে আবেদন জানানো হয়েছে। মিল মালিক ও কর্মচারীদের পক্ষে টুইস্টিং মিল মালিক সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি এস এস শরিফুল ইসলাম শরীফ ও সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এ আবেদন করেছেন। এতে উল্লেখ করা হয়, ৩০ বছর ধরে সিরাজগঞ্জে সুষ্ঠুভাবে টুইস্টিং মিল মালিক সমিতির নেতারা মিলগুলো পরিচালনা করে আসছেন। সম্প্রতি মালিক সংগঠনের ঘোষিত সভাপতি আবদুস সামাদ, সাধারণ সম্পাদক দুলাল শেখ এবং শ্রমিক নেতা মুন্নার নেতৃত্বে কিছু বহিরাগত অযাচিতভাবে প্রতিটি মিলে গিয়ে মজুরি বৃদ্ধির দাবিতে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। অথচ গত বছরের আগস্টে পাকানো সুতার মজুরি ২২-২৩ টাকা এবং টুইস্টিং মিল শ্রমিকদের মজুরি ৯ থেকে সাড়ে ৯ টাকা এবং অক্টোবর মাসে সুতা মজুরি ১৯-২০ টাকা ও শ্রমিক মজুরি ৮ টাকা থেকে সাড়ে ৮ টাকা করেছে। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিদ্যুৎ বিল বাড়ার কারণে সুতার মজুরি এক টাকা বাড়িয়ে সমন্বয় করেছেন। এতে কর্মরত ৯ হাজার শ্রমিক ও ১৭৫ জন মিল মালিকের সম্মতি আছে। থাকলেও কতিপয় নেতা কমিশন না পাওয়ায় মিল বন্ধ রাখতে বলছে।

২০ জানুয়ারি শহরের মিরপুর মামুন টুইসিপং মিল জোর করে বন্ধ করতে গেলে মারামারি হয়। বর্তমানে এসব নেতার ভয়ে অধিকাংশ মিল বন্ধ রয়েছে। টুইস্টিং মিল মালিক নেতা শরীফুল ইসলাম শরীফ জানান, ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন (সুতা মালিকরা) সাধারণ মিল মালিক ও শ্রমিকদের সঙ্গে সমন্বয় করে মিল চালু রাখবে কিন্তু কতিপয় নেতা সন্ত্রাসী নিয়ে মিলে মিলে গিয়ে বন্ধ রাখতে হুমকি দিচ্ছে। এতে অধিকাংশ মিল বন্ধ থাকায় ৯ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। নতুন ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক দুলাল হোসেন জানান, আমরা জোর করে মিল বন্ধ করিনি। মালিক-শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে মিল বন্ধ রেখেছেন।

সর্বশেষ খবর