রাজবাড়ীর পদ্মা নদীতে তিন বাল্কহেড শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল দুপুর ২টার দিকে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়া ফেরিঘাট এলাকায় নদীতে সন্ত্রাসীরা তাদের গুলি করে পালিয়ে যায়। আহত শ্রমিকরা হলেন- সদর উপজেলার গোদারবাজার এলাকার আবদুর রশিদের ছেলে আবদুর রব, বানিবহ ইউনিয়নের বিনোদ আলী শেখের ছেলে মো. আবদুল্লাহ (৫০) ও বরিশাল জেলার পাতালহাট গ্রামের আবদুল বারেকের ছেলে মো. সজিব (৩১)। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকদের স্বজনরা বলেন, দুপুর দেড়টার দিকে স্পিডবোটে সাত-আটজন সন্ত্রাসীরা পাবনা জেলার দিক থেকে এসে সরকারি ইজারাধীন বালুমহালের বাল্কহেডে গুলি করে পালিয়ে যায়।
এ সময় তিন শ্রমিক আহত হয়েছেন। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।