মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ

চাঁদপুর প্রতিনিধি

পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ

মাছ ধরা যাবে না, নোঙর করে রাখা হয়েছে নৌকা

জাটকা ইলিশ সংরক্ষণ কর্মসূচি হিসেবে দুই মাস (মার্চ-এপ্রিল) চাঁদপুরের পদ্মা-মেঘনার-মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চর ভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। মৎস্য মন্ত্রণালয় ও মৎস্য অধিদফতরের নির্দেশে ইলিশসহ অন্য মাছ রক্ষায় নিষেধাজ্ঞার এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চাঁদপুর জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, চাঁদপুরে চারটি উপজেলা সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও হাইমচর উপজেলায় ৪৪ হাজার ৩৫ জন তালিকাভুক্ত জাটকা জেলে রয়েছেন। এদের প্রত্যেককে চার ধাপে ১৬০ কেজি চালের মধ্যে প্রথম ধাপের ৪০ কেজি করে প্রদান করা হয়েছে। এসব জেলেকে সচেতন করার লক্ষ্যে ইতোমধ্যে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে প্রতিটি ইউনিয়নে সচেতনতামূলক সভা ও উপজেলাগুলোতে টাস্কফোর্সের সভা সম্পন্ন করা হয়েছে। চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান জানান, টাস্কফোর্স জাটকা সংরক্ষণে সব ধরনের প্রস্তুতি গ্রহণ সম্পন্ন করেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করবে। কোনো জেলে জাটকা নিধন করলে তাদের আইনানুযায়ী জেল-জরিমানা করা হবে।

সর্বশেষ খবর