চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন টাইগারপাস কুয়ারপাড়ের একটি বাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ গতকাল সকালে উদ্ধার করেছে পুলিশ। খুলশী থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান বলেন, হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। তার নাম পরিচয় পাওয়া যায়নি। লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গোরস্থান এলাকার নবগঙ্গা নদী থেকে মাদক ব্যবসায়ী বাবলু মোল্ল্যার (৩৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। বাবলু শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।