মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

যমুনায় বালু তোলা নিয়ে সংঘর্ষে আহত ৬

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু তোলা নিয়ে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে স্থানীয় এক ইউপি সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। সদর উপজেলার এনায়েতপুরের বেতিল বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ঘটনাস্থল থেকে নয়জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, এক মাস ধরে মান্নান ফকির গ্রুপের লোকজন বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের যমুনা নদীর বেলির চরে অবৈধভাবে বালু তুলছে। বালু তোলা নিয়ে স্থানীয় ইউপি সদস্য লাল মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে মান্নান ফকির গ্রুপের বিরোধ চলছিল। গত রবিবার লাল মিয়ার সঙ্গে মান্নান ফকির গ্রুপের সদস্য পিচ্চি হাফিজের ঝগড়া হয়। এ নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। ধারালো অস্ত্রের আঘাতে ইউপি সদস্য লাল মিয়াসহ ছয়জন আহত হন। এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আটক করা হয়েছে নয়জনকে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সর্বশেষ খবর