শনিবার, ৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

লাইফ জ্যাকেটবিহীন নৌযান চালানোর ঘটনায় জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলায় লাইফ জ্যাকেটবিহীন স্পিডবোট চালানোসহ অতিরিক্ত যাত্রীবোঝাই করে নৌযান চলাচলের অভিযোগে আটটি মামলায় ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া উপজেলার মধ্যপাড়ায় একটি অবৈধ খননযন্ত্র জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নবীনগর লঞ্চঘাট থেকে স্পিডবোট ও নৌযানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর, নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বাঞ্ছারামপুর, আশুগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় যাতায়াত করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

সর্বশেষ খবর