ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলায় লাইফ জ্যাকেটবিহীন স্পিডবোট চালানোসহ অতিরিক্ত যাত্রীবোঝাই করে নৌযান চলাচলের অভিযোগে আটটি মামলায় ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া উপজেলার মধ্যপাড়ায় একটি অবৈধ খননযন্ত্র জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নবীনগর লঞ্চঘাট থেকে স্পিডবোট ও নৌযানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর, নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বাঞ্ছারামপুর, আশুগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় যাতায়াত করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।