রবিবার, ৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সেতুর কাজ শেষ না করেই ঠিকাদার উধাও

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

হোসেনপুর-পাকুন্দিয়া-ঢাকা আঞ্চলিক মহাসড়কের নরসুন্দা নদের ওপর নির্মাণাধীন কাওনা সেতুর কাজ ফেলে আবারও ঠিকাদার উধাও হওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, এ সড়কে ঢাকাসহ বিভিন্ন স্থানে চলাচলকারী হাজারো যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। সেতুর ভাঙ্গা ডাইভারসন রোডে প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণহানিসহ অনেকেই পঙ্গুত্ববরণ করছেন। ২০২১ সালে কাজ শুরু করে ওই বছরের ৩০ মে চুক্তির মেয়াদ শেষ হলেও এখনো সেতুর গার্ডার নির্মাণ অসমাপ্ত রয়েছে। সরেজমিনে দেখা যায়, সেতু ও ডাইভারসনের  বেহাল অবস্থা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। বর্ষায় কাদা মাটিতে গাড়ি উল্টে গিয়ে নদে পড়ে। হোসেনপুর উপজেলা

প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী আবদুল হক দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, ঠিকাদারের অবহেলার কারণে এখানে একাধিক দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। কিশোরগঞ্জ এলজিইডি সিনিয়র সহকারী প্রকৌশলী হাবিবুল্লাহ জানান, আগামী এক মাসের মধ্যে কাজ শেষ করা হবে।

 

 

 

সর্বশেষ খবর