শনিবার, ১১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ভূমিকম্প ও আগুনের মহড়া

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ভূমিকম্প ও আগুনের মহড়ার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রংবেরঙের বেলুন উড়িয়ে র‌্যালির শুভ সূচনা করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। পরে র‌্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়।

 পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মৌদুদ আলম খাঁর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাও, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ছাবের আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী। শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকা  নির্বাপণবিষয়ক মহড়া প্রদর্শন করেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর