রবিবার, ১২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বিসিক উদ্যোক্তা মেলা শুরু

গাজীপুর প্রতিনিধি

‘মুক্ত শিল্প ক্ষুদ্র নয়, দিনে দিনে বড় হয়’-এ স্লোগান নিয়ে গতকাল থেকে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা গাজীপুরে শুরু হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শহরের রাজবাড়ি মাঠে আয়োজিত এ মেলার উদ্বোধন ও আলোচনা সভার সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিসিকের ঢাকা অঞ্চলের পরিচালক ড. আলমগীর হোসেন, স্থানীয় সরকার বিভাগ গাজীপুরের উপপরিচালক মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. ওয়াহিদ হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার বিল্লাল হোসেন প্রমুখ। পরে জেলা প্রশাসন, ক্ষুদ্র উদ্যোক্তা, বিসিকের বিভিন্ন কর্মকর্তা ও প্রতিনিধিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বিসিকের উপ-মহাব্যবস্থাপক নজরুল ইসলাম জানান, মেলায় উদ্ভাবনমুখী ও সৃজনশীল বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৫০টি স্টল বসেছে। স্টলে প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবনী কর্মের গুণাগুণ ও কলাকৌশল দর্শনার্থীদের নিকট ব্যাখ্যা করা হচ্ছে। ১০ দিনব্যাপী এ মেলা ২০ মার্চ পর্যন্ত চলবে।

বিসিকের ঢাকা অঞ্চলের পরিচালক ড. আলমগীর হোসেন বলেন, বিসিক থেকেই বড় বড় শিল্প কারখানা তৈরি হয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবে টিকে থাকার জন্য ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি হতে হবে। উদ্যোক্তাদের দেশ প্রেম, ইনোভেটিভ ও ক্রিয়েটিভ মানসিকতা থাকতে হবে। জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমান বলেন, আমরা ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করতে চাই। যাদের উৎপাদিত পণ্য অনলাইন প্ল্যাটফরম তৈরি করে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিও করা সম্ভব। তাই দেশের বিভিন্ন স্থানে মেলাসহ অনলাইন মার্কেট তৈরির আহ্বান জানিয়েছেন তিনি।

সর্বশেষ খবর