মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

হত্যা মামলার প্রধান আসামির আত্মসমর্পণ

ফেনী প্রতিনিধি

ফেনীর বহুল আলোচিত গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি পৌর কাউন্সিলর আবুল কালাম গতকাল ফেনীর আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ সময় আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আবুল কালাম (৪১) ফেনী পৌরসভার ৬ নম্বর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। তার বিরুদ্ধে ২০২১ সালের ১৬ জুলাই ঈদুল আজহার আগে শহরের সুলতানপুর এলাকায় শাহজালাল (২৮) নামে এক মৌসুমি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। শাহজালাল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের ৭ নম্বর ওয়ার্ড সুতারপাড়া ইউনিয়নের শহগুলি শগলি ফকিরবাড়ির আবদুল জাব্বারের ছেলে।

ফেনী শহরের সুলতানপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে তিনি বসবাস করতেন। হত্যার পর শাহজালালের চাচাতো ভাই আবদুল কাদের ফেনী মডেল থানায় আবুল কালামের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজহারে জানা যায়, শাহজালাল স্থানীয় কাউন্সিলর আবুল কালামকে তার নির্ধারিত চাঁদা না দেওয়ায় তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। মামলার পর থেকে দীর্ঘ প্রায় দুই বছর সে আত্মগোপনে ছিল। এদিকে দীর্ঘ প্রায় দুই বছর ধরে পৌরসভায় হাজির না থাকার পরও তার কাউন্সিলর পদ বহাল থাকায় স্থানীয়দের মাঝে অসন্তোষ বিরাজ করছে। কোট পুলিশের ওসি গোলাম জিলানী জানান, কাউন্সিলর আবুল কালাম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন।

 

সর্বশেষ খবর