শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বাঙালি জাতির ভাগ্য পরিবর্তনে বঙ্গবন্ধুর জন্ম : ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম বলেছেন, বাঙালি জাতির ভাগ্য পরিবর্তনের জন্য বঙ্গবন্ধুর জন্ম। দেশের জনগণ আওয়ামী লীগের কাছেই দেশকে নিরাপদ মনে করেন। বঙ্গবন্ধু কেবল স্বাধীনতাই এনে দেননি। তার নেতৃত্বে পেয়েছি স্বাধীন জাতি হিসেবে আত্মপরিচয়। বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গতকাল তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

 এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, বাঞ্ছারামপুর পৌরমেয়র তফাজ্জল হোসেন, এ কে এম শহীদুল হক বাবুল, মাহমুদুল হাসান ভূঁইয়া, সৈয়দ আ. আজিজ, এম এস রানা, আ. রাজ্জাক, হিমেল সরকার, সামুয়েল আহমেদ, মাসুদ রানা, আশিকুর রহমান মাসুদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর