শিরোনাম
শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

প্রতিদিন ডেস্ক

নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

বগুড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিনের র‌্যালি -বাংলাদেশ প্রতিদিন

যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, র‌্যালি, কেক কাটা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এতিম শিশুদের খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- বগুড়া : সকালে জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি শেষে জিলা স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাগেবুল আহসান রিপু এমপি। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, সিভিল সার্জন ডা. শফিউল আজম প্রমুখ। চাঁপাইনবাবগঞ্জ : সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন দিনের কর্মসূচি পালন করে।  গাইবান্ধা : সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক অলিউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, পুলিশ সুপার কামাল হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। কুড়িগ্রাম : সকালে জেলা শহরের কলেজ মোড়ে স্বাধীনতার বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী প্রমুখ। সিরাজগঞ্জ : শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম প্রশাসনিক ভবনে সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের আয়োজনে রবীন্দ্র কাচাড়িবাড়িতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। পাবনা : প্রথম প্রহরে গোলাম ফারুক প্রিন্স এমপি জেলা শহরে আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।  নাটোর : সকালে সিংড়া চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। দিনাজপুর : হাবিপ্রবিতে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান। পরে টিএসসি প্রাঙ্গণে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর