শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে মোঘরাপাড়া পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে গতকাল ১০ কিলোমিটার যানজট হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। রফিকুল ইসলাম নামে এক যাত্রী জানান, পরিবার নিয়ে ঘুরতে কক্সবাজারের উদ্দেশে শিমরাইল মোড় থেকে রওনা দিয়েছি। কাঁচপুর আসামাত্র যানজটে পড়ি। অনেক সময় ধরে কাঁচপুরেই বসে আছি। শুক্রবারে এমন জ্যাম থাকে তা আগে জানা ছিল না। তাহলে বাসা থেকে বের হতাম না। আল আমিন হোসেন নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জানান, টানা দুই দিন বন্ধ থাকায় বন্ধুদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশে বের হয়েছি। যানজটের কারণে মদনপুর সিগন্যালেই আছি বেশকিছুক্ষণ। শুনলাম মোঘরাপাড়া পর্যন্ত রাস্তায় জ্যাম। বিকল্প রাস্তা না থাকায় এই মহাসড়ক দিয়েই চট্টগ্রাম যাওয়ার চেষ্টা করছি। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, মহাসড়কে যানবাহনের চাপ বেশি থাকায় গতকাল সকাল থেকে যানজটের সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কিছুটা কমে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর