বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বেগমগঞ্জে মসজিদে বিস্ফোরণ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা মডেল মসজিদের দ্বিতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একটি কক্ষের দরজা, জানালা, গ্লাস, মেঝে ও সিলিংয়ের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল সকালে খবর পেয়ে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শনে যান। এরপর সেখানে যায় সিআইডি, পিবিআই ও ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় সন্দেহভাজন তিন-চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর