পাংশায় ট্রেনের ধাক্কায় রাজ্জাক মুন্সি (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে পৌরসভার কুড়াপাড়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজ্জাক পাংশা পৌরসভার কুড়াপাড়ার আবদুল হাইয়ের ছেলে। পুলিশ জানায়, রাজ্জাক মোটরসাইকেলে নিয়ে রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ধাক্কায় তার মৃত্যু হয়।