সোমবার, ২৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সারা দেশে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত

প্রতিদিন ডেস্ক

সারা দেশে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত

গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে কুচকাওয়াজ-বাংলাদেশ প্রতিদিন

সারা দেশে যথাযোগ্য মর্যাদায় গতকাল উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নানা কর্মসূচি আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, কুচকাওয়াজ, খাবার বিতরণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া। প্রতিনিধিদের পাঠানো খবর- 

নরসিংদী : মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। গাজীপুর : ভাওয়াল রাজবাড়ী মাঠে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। ঐতিহাসিক রাজবাড়ী মাঠসংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার হোসেন, পুলিশ সুপার কাজী শফিকুল আলম, জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদ বরকত স্টেডিয়ামে হয় কুচকাওয়াজ। বিকালে বঙ্গতাজ অডিটোরিয়ামে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। শেরপুর : শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। এরপর পুলিশ সুপার কামরুজ্জামান, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ. জেড মোরশেদ আলী, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য শ্রদ্ধা নিবেদন করেন। পরে সব শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। মানিকগঞ্জ : শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান জেলা প্রসাশক আবদুুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন। এ ছাড়া সরকারি-বেসরকারি সংগঠন শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে হয় কুচকাওয়াজ। জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন বিজয় স্তম্ভে শ্রদ্ধা জানান। আফরোজা খান রিতা, এস এ কবীর জিন্নাহর নেতৃত্বে বের হয় র‌্যালি। টাঙ্গাইল : শহীদ স্মৃতি পৌর উদ্যানে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা পুলিশ, প্রেস ক্লাব, জেলা পরিষদ, সিভিল সার্জনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দোয়া করা হয়। জেলা স্টেডিয়ামে হয় কুচকাওয়াজ। কুমিল্লা : কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান সংরক্ষিত নারী আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক শামীম আলম, পুলিশ সুপার আবদুল মান্নান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলুসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। এ ছাড়া কুমিল্লা দক্ষিণ জেলা, মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রামঘাট দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। গোপালগঞ্জ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি ড. এ. কিউ. এম. মাহবুবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোবারক হোসেন, দলিলুর রহমান, ড. কামরুজ্জামান প্রমুখ। এ ছাড়া টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধ এবং শেখ কামাল স্টেডিয়ামসংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রীপুর : শহীদ স্মৃতিস্তম্ভ, গণকবর, বধ্যভূমি ও স্মৃতিসৌধ ৭১-এ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ পুষ্পস্তবক অর্পণ করে। ভালুকা : মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ, বিএনপিসহ নানা শ্রেণি-পেশার মানুষ। দুপুরে সরকারি হাসপাতাল, শিশুসদন ও এতিমখানায় খাবার পরিবেশন ও বিভিন্ন মসজিদ-মন্দিরে প্রার্থনা করা হয়। মেলান্দহ : উপজেলার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে আলোচনা সভায় ইউএনও সেলিম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান।

সর্বশেষ খবর