রাঙামাটির পাঁচজন ক্রীড়াবিদকে সংবর্ধনা দিয়েছে সেনাবাহিনীর ৩০৫ পদাতিক ব্রিগেডিয়ার। সেনা রিজিয়নের প্রান্তিক মাঠে গতকাল এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় পাঁচজনের হাতে নগদ অর্থ তুলে দেন রাঙামাটি ৩০৫ পদাতিক ব্রিগেডের সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন। এ ছাড়া রাঙামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার ও রানার্স আপ দলকে ১৫ হাজারসহ মোট ৫৯ হাজার টাকা তুলে দেন তিনি। সংবর্ধনাপ্রাপ্তরা হলেন- অমিত কান্তি দে, সুদর্শন বিকাশ চাকমা, প্রঙ্গাধন চাকমা, পূর্ণা চাকমা ও রাখী তালুকদার। ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন বলেন, দেশে শান্তি-সম্প্রীতি রক্ষায় ক্রীড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা গেলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। পাহাড়ের ছেলে-মেয়ের খেলাধুলায় আগ্রহী করতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন সংবর্ধনার ব্যবস্থা আগামীতেও অব্যাহত থাকবে।