বিশ্বের সব নাট্যকর্মী ও শিল্পীর মধ্যে সৌহার্দ্য স্থাপন ও নাটকের শক্তিকে নতুন করে আবিষ্কার করার লক্ষ্যে বিশ্ব নাট্যদিবস উপলক্ষে পঞ্চগড়ে ভূমিজ নাট্যদল সোমবার দুপুরে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। ভূমিজ কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হয়।
পরে ভূমিজ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান, জেলা উদীচীর সম্পাদক গোলাম কিবরিয়া মুকুল ও ভূমিজের সহসভাপতি হাজ্জাজ তানিন, সহসাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, কোষাধক্ষ্য বাউল শিল্পী রইসউদ্দিন বক্তব্য দেন। বক্তারা বলেন, চলচ্চিত্র আসার আগে থেকেই মানুষ নাটককেই বিনোদনের উৎস হিসেবে উপভোগ করত। শুধু বিনোদন নয়, সারা বিশ্বের নাট্যকর্মীদের মতে, থিয়েটার বা নাট্যচর্চা প্রতিবাদ ও প্রতিরোধের ভাষা। যুগের পর যুগ থিয়েটার মানুষকে জুড়ে রাখার অন্যতম শক্তিশালী শিল্পমাধ্যম হিসেবে নিজেকে ধরে রেখেছে। ২৭ মার্চ বিশ্বজুড়ে উদ্যাপিত হয় বিশ্ব থিয়েটার দিবস। বিশ্ব থিয়েটার দিবস তাই নাটক সংরক্ষণ ও নাটকের প্রচারের জন্যও উদ্যাপিত হয়।