গাজীপুরের টঙ্গীতে দীর্ঘদিনের সাপ্লাই পানির দুর্ভোগরোধে ৪২ কোটি টাকা ব্যয়ে ২৪টি গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১০টি লেয়ারিংয়ে রয়েছে, বাকি ১৪টির কার্যক্রম চলছে। আগামী দু-তিন মাসের মধ্যে এ পাম্পগুলো স্থাপন হলে পানির কোনো দুর্ভোগ থাকবে না। সরেজমিন ঘুরে জানা যায়, টঙ্গীর বিভিন্ন এলাকায় পানির লেয়ার নিচে চলে যাওয়ায় দীর্ঘদিন সাপ্লাই পানির কষ্টে বসবাস করে আসছেন এলাকাবাসী। পানির কষ্ট রোধে শিলমুন, মরকুন, মধুমিতা শেরেবাংলা রোড, গোপালপুর, পাগাড়, দত্তপাড়া, হিমারদীঘি, আউচপাড়াসহ ১৫টি ওয়ার্ডে ২৪টি গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেন। এ বিষয়ে পানি শাখার নির্বাহী প্রকৌশলী হানিফ বলেন, টঙ্গীতে পানির লেয়ার নিচে চলে যাওয়ায় পাম্পগুলো বিকল হয়ে পড়ে।
পরে ওইসব এলাকায় নতুন করে ২৪ পাম্প বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে সিটির ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, টঙ্গীতে পানির সমস্যা সমাধানে ২৪টি গভীর নলকূপ স্থাপন করা হবে। এর মধ্যে ১০টি লেয়ারিংয়ে আছে। আগামী দু-তিন মাসের মধ্যে সবকটি স্থাপন হলে পানির জন্য আর কষ্ট করতে হবে না। এ ছাড়া যেসব পুরনো পাইপে পানি সরবরাহ করা হচ্ছে, তা সরিয়ে নতুন এবং আধুনিক মানের পাইপে পানি সরবরাহ করা হবে।