শিরোনাম
শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

যুবদল নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গৌরনদী উপজেলায় যুবদল নেতা নাসরুল খলিফাকে (৪০) কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ রাজনৈতিক সংগঠন যুবলীগের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নলচিড়া ইউনিয়নের কালনা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহত নাসরুলকে গুরুতর অবস্থায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে উপজেলা যুবদল সদস্য নাসরুল খলিফা (৪০) নিজ বাড়ির পাশে কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি দোকানে চা পান করছিলেন।

এ সময় যুবলীগ নামধারী পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে নাসরুল খলিফার ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা তার শরীরের একাধিক স্থানে কুপিয়ে জখম করে। গুরুতর আহত নাসরুলকে ওই রাতেই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, যুবদল নেতার ওপর হামলার কোনো অভিযোগ তিনি পাননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর