বগুড়া সারিয়াকান্দি পৌর ও সদর এলাকায় ৩ কোটি টাকা ব্যয়ে একটি সড়কের সংস্কার কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। সড়কের মেইনটেনিং কাজের জন্য নির্মিত খুঁটি নির্মাণেও রয়েছে অনিয়মের অভিযোগ। এ নিয়ে ঠিকাদারের লোকজনের সঙ্গে চলছে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষ। টনক নড়ছে না ঠিকাদারের। জানা যায়, সারিয়াকান্দি উপজেলার পৌর এলাকার কৈয়ের পাড়া গ্রাম থেকে সদর ইউনিয়নের দিঘলকান্দি গ্রাম পর্যন্ত ৮৪০ মিটার দৈর্ঘ্যরে সংযোগ সড়কটি এলাকাবাসীর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকাবাসীর চলাচলের জন্য সড়কটি সহজ হয়ে থাকে। কিন্তু সাম্প্রতি বন্যা, বৃষ্টিতে সড়কটি বেহাল হয়ে যায়। বেহাল হওয়ার কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হতো এলাকাবাসী। এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি জেনে সড়কের সংস্কারকাজ শুরু হয়েছে। ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এনহেন্সমেন্ট প্রজেক্ট প্রকল্পের আওতায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের বাস্তবায়নে সড়কটি নির্মাণকাজে অর্থায়ন করেছে বাংলাদেশ গভ. ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকা)। সড়কটি সংস্কারের প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ৩ কোটি ৪ লাখ ৬৬ হাজার ৩৫ টাকা এবং চুক্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি ৫৭ লাখ ১৯ হাজার ২১৬ টাকা। নির্মাণকাজের সময় ধরা হয়েছিল ২০২২ সাল পর্যন্ত। যা এখন মেয়াদোত্তীর্ণ কাজ। কাজটির ঠিকাদারি প্রতিষ্ঠান ডিটিসি অ্যান্ড এসআইসিপিএল (জেভি) কোম্পানি। এলাকাবাসীর অভিযোগ, সড়কটি সংস্কার কাজের জন্য পৌর এলাকার পল্লী বিদ্যুৎ পাওয়ার স্টেশনের সামনে একটি ঘরে চুপিসারে চলছে খুঁটি তৈরির কাজ। সেখানে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইটের খোয়া। ভালো মানের ইটের খোয়ার পরিবর্তে সেখানে ফেলা হয়েছে কোনো পরিত্যক্ত সড়ক থেকে তুলে নিয়ে আসা ইটের ডাস্ট। যার মান নিয়ে এলাকাবাসীর মধ্যে তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছে। খুঁটি নির্মাণের রড, সিমেন্ট এবং বালু ব্যবহারেও রয়েছে অনিয়মের অভিযোগ। প্রতিটি খুঁটিতে এস্টিমেটে উল্লেখকৃত রডের সংখ্যার কম রড ব্যবহার করা হয়েছে। এ ছাড়া খুঁটি তৈরির সিমেন্ট বালুর অনুপাতও সঠিক হয়নি। ঠিকাদারের লোকজন এ ডাস্ট ইটের খোয়া দিয়েই সড়কের আরসিসি ঢালাইকাজের চেষ্টা করেন। অনিয়মের বিষয়টি বুঝতে পেরে ৩০ মার্চ বৃহস্পতিবার এলাকাবাসী কাজে বাধা দেন। এ নিয়ে ওইদিন বিকালে ঠিকাদারের লোকজনের সঙ্গে এলাকাবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি ভালোমানের নির্মাণ সামগ্রী দিয়ে সড়ক সংস্কার করা হোক। সারিয়াকান্দি সদর ইউপির সদস্য তুহিন মিয়া বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে ঠিকাদার একটি জোড়াতালি সড়ক সংস্কারকাজ সম্পন্ন করতে চাচ্ছেন। যা এলাকাবাসী প্রতিবাদ করেছেন। অতি দ্রুত প্রশাসনের কঠোর তদারকির মাধ্যমে ভালোমানের নির্মাণসামগ্রী দিয়ে রাস্তা সংস্কার করা হোক। এলাকাবাসীর পক্ষে এ দাবি জানাচ্ছি। সারিয়াকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার বলেন, সড়কটির নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং নানা ধরনের অনিয়ম করা হচ্ছে মর্মে একাধিক এলাকাবাসী অভিযোগ করেছেন। এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনকে জানানো হবে। সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি বলেন, নিম্নমানের খোয়া অপসারণের জন্য ঠিকাদারকে নির্দেশ প্রদান করা হয়েছে। তার স্থলে ভালোমানের নির্মাণসামগ্রী দিয়ে সড়ক সংস্কারের কাজ করতে বলা হয়েছে। ডিটিসি অ্যান্ড এসআইসিপিএল (জেভি) কোম্পানির কর্মকর্তা ফাইজুর রহমান বলেন, এলাকাবাসীর অভিযোগ মিথ্যা। আমি সেখানে ভালো মানের খোয়া ব্যবহার করছি। তারপরও কারও স্বার্থের জন্য এসব অভিযোগ করা হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট ঠিকাদার কথা না শুনলে প্রয়োজনে তার কাজ বন্ধ করে দেওয়া হবে।
শিরোনাম
- সেমিফাইনালে হেরে কাবাডি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী
ঠিকাদারের লোকের সঙ্গে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
৮ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন
ভারতের ‘চিকেন নেকে’ সর্বোচ্চ সতর্কতা: শিলিগুড়িতে উচ্চপর্যায়ের গোয়েন্দা বৈঠক
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম