বগুড়া সারিয়াকান্দি পৌর ও সদর এলাকায় ৩ কোটি টাকা ব্যয়ে একটি সড়কের সংস্কার কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। সড়কের মেইনটেনিং কাজের জন্য নির্মিত খুঁটি নির্মাণেও রয়েছে অনিয়মের অভিযোগ। এ নিয়ে ঠিকাদারের লোকজনের সঙ্গে চলছে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষ। টনক নড়ছে না ঠিকাদারের। জানা যায়, সারিয়াকান্দি উপজেলার পৌর এলাকার কৈয়ের পাড়া গ্রাম থেকে সদর ইউনিয়নের দিঘলকান্দি গ্রাম পর্যন্ত ৮৪০ মিটার দৈর্ঘ্যরে সংযোগ সড়কটি এলাকাবাসীর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকাবাসীর চলাচলের জন্য সড়কটি সহজ হয়ে থাকে। কিন্তু সাম্প্রতি বন্যা, বৃষ্টিতে সড়কটি বেহাল হয়ে যায়। বেহাল হওয়ার কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হতো এলাকাবাসী। এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি জেনে সড়কের সংস্কারকাজ শুরু হয়েছে। ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এনহেন্সমেন্ট প্রজেক্ট প্রকল্পের আওতায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের বাস্তবায়নে সড়কটি নির্মাণকাজে অর্থায়ন করেছে বাংলাদেশ গভ. ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকা)। সড়কটি সংস্কারের প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ৩ কোটি ৪ লাখ ৬৬ হাজার ৩৫ টাকা এবং চুক্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি ৫৭ লাখ ১৯ হাজার ২১৬ টাকা। নির্মাণকাজের সময় ধরা হয়েছিল ২০২২ সাল পর্যন্ত। যা এখন মেয়াদোত্তীর্ণ কাজ। কাজটির ঠিকাদারি প্রতিষ্ঠান ডিটিসি অ্যান্ড এসআইসিপিএল (জেভি) কোম্পানি। এলাকাবাসীর অভিযোগ, সড়কটি সংস্কার কাজের জন্য পৌর এলাকার পল্লী বিদ্যুৎ পাওয়ার স্টেশনের সামনে একটি ঘরে চুপিসারে চলছে খুঁটি তৈরির কাজ। সেখানে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইটের খোয়া। ভালো মানের ইটের খোয়ার পরিবর্তে সেখানে ফেলা হয়েছে কোনো পরিত্যক্ত সড়ক থেকে তুলে নিয়ে আসা ইটের ডাস্ট। যার মান নিয়ে এলাকাবাসীর মধ্যে তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছে। খুঁটি নির্মাণের রড, সিমেন্ট এবং বালু ব্যবহারেও রয়েছে অনিয়মের অভিযোগ। প্রতিটি খুঁটিতে এস্টিমেটে উল্লেখকৃত রডের সংখ্যার কম রড ব্যবহার করা হয়েছে। এ ছাড়া খুঁটি তৈরির সিমেন্ট বালুর অনুপাতও সঠিক হয়নি। ঠিকাদারের লোকজন এ ডাস্ট ইটের খোয়া দিয়েই সড়কের আরসিসি ঢালাইকাজের চেষ্টা করেন। অনিয়মের বিষয়টি বুঝতে পেরে ৩০ মার্চ বৃহস্পতিবার এলাকাবাসী কাজে বাধা দেন। এ নিয়ে ওইদিন বিকালে ঠিকাদারের লোকজনের সঙ্গে এলাকাবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি ভালোমানের নির্মাণ সামগ্রী দিয়ে সড়ক সংস্কার করা হোক। সারিয়াকান্দি সদর ইউপির সদস্য তুহিন মিয়া বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে ঠিকাদার একটি জোড়াতালি সড়ক সংস্কারকাজ সম্পন্ন করতে চাচ্ছেন। যা এলাকাবাসী প্রতিবাদ করেছেন। অতি দ্রুত প্রশাসনের কঠোর তদারকির মাধ্যমে ভালোমানের নির্মাণসামগ্রী দিয়ে রাস্তা সংস্কার করা হোক। এলাকাবাসীর পক্ষে এ দাবি জানাচ্ছি। সারিয়াকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার বলেন, সড়কটির নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং নানা ধরনের অনিয়ম করা হচ্ছে মর্মে একাধিক এলাকাবাসী অভিযোগ করেছেন। এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনকে জানানো হবে। সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি বলেন, নিম্নমানের খোয়া অপসারণের জন্য ঠিকাদারকে নির্দেশ প্রদান করা হয়েছে। তার স্থলে ভালোমানের নির্মাণসামগ্রী দিয়ে সড়ক সংস্কারের কাজ করতে বলা হয়েছে। ডিটিসি অ্যান্ড এসআইসিপিএল (জেভি) কোম্পানির কর্মকর্তা ফাইজুর রহমান বলেন, এলাকাবাসীর অভিযোগ মিথ্যা। আমি সেখানে ভালো মানের খোয়া ব্যবহার করছি। তারপরও কারও স্বার্থের জন্য এসব অভিযোগ করা হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট ঠিকাদার কথা না শুনলে প্রয়োজনে তার কাজ বন্ধ করে দেওয়া হবে।
শিরোনাম
- বেতার শিল্পী আফরোজা নিজামীর পাশে দাঁড়ালেন তারেক রহমান
- নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড-কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন
- ‘বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে’
- সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
- বিহারে সবচেয়ে কম বয়সি বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর?
- অ্যাপলের ‘আইফোন পকেট’: মোজার মতো একখানা পণ্যের দাম ২২৯ ডলার!
- বিচারকের ছেলে হত্যার ঘটনায় বক্তব্য প্রকাশ, আরএমপি কমিশনারকে তলব
- একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি সোমবার
- ইউরোপের চার সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
- ইউক্রেনের হামলায় নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রফতানি বন্ধ করল রাশিয়া
- মালিককে ‘গুলি করল কুকুর’!
- বিহারের নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ছিল না, অভিযোগ রাহুল গান্ধীর
- দিল্লি বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
- দুই শতাধিক খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী
ঠিকাদারের লোকের সঙ্গে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর